Advertisement
  • এই মুহূর্তে
  • জুলাই ১৫, ২০২২

কাঁথি পঞ্চায়েত সমিতির সভাপতির অভিযোগ, গুজরাটের ব্যাঙ্কে টাকা সরিয়েছেন শুভেন্দু!

সারদা ইস্যুতে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা।

আরম্ভ ওয়েব ডেস্ক
কাঁথি পঞ্চায়েত সমিতির সভাপতির অভিযোগ, গুজরাটের ব্যাঙ্কে টাকা সরিয়েছেন শুভেন্দু!

গুজরাটের ব্যাঙ্কে কোটি কোটি টাকা সরিয়েছেন শুভেন্দু অধিকারী! এরকম বিস্ফোরক অভিযোগ করলেন কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন । এ অভিযোগ কতটা সত্য, আমাদের জানা নেই। জানেন শুভেন্দু কিংবা প্রদীপ গায়েন। প্রদীপ দাবি করেছেন, শুভেন্দু তখন টিএমসিতে । কাঁথি সহ একাধিক জায়গা থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাত্‍ করেছেন। চার হাজার কোটি টাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সহযোগিতায় শুভেন্দু গুজরাট সমবায় ব্যাঙ্কে স্থানান্তরিত করেছেন । প্রদীপ গায়েন বলেছেন, কার নির্দেশে টাকা সরিয়ে নেওয়া হয়েছে, কোথায় টাকা যেত—এরকম সব তথ্য বেরিয়ে আসবে। টাকা পাচারের সঙ্গে কারা কারা জড়িত, তাদের নামও চাপা থাকবে না।

অন্যদিকে, সিপিএমও প্রশ্ন তুলেছে, সারদার টাকা যারা হাতিয়েছে, তাদের খুঁজে বার করতে হবে। সুদীপ্ত সেন আগেই একটি চিঠিতে শুভেন্দু অধিকারীর নাম জড়িয়ে দিয়েছিলেন । ২৪ জুন একটি ভিডিয়ো প্রকাশ করেছে তৃণমূল, যেখানে সারদা কর্তাকে বলতে শোনা যায় শুভেন্দু অধিকারী তাকে ব্ল্যাকমেইল করতেন। শুভেন্দু অধিকারী সারদা কর্তার দাবি পুরোপুরি অস্বীকার করেছেন। এবার সিবি তদন্তের দাবিতে শুভেন্দুর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার।

 

 


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!