Advertisement
  • দে । শ
  • নভেম্বর ৪, ২০২২

গুজরাটে আপের মুখ সাংবাদিক গড়ভি

আরম্ভ ওয়েব ডেস্ক
গুজরাটে আপের মুখ সাংবাদিক গড়ভি

পাঞ্জাবের মতোই গুজরাটেও চমক আম আদমি পার্টির । সে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হল রাজ্যের জনপ্রিয় টেলিভিশন সাংবাদিক এবং সঞ্চালক ইসুদান গড়ভিকে । প্রসঙ্গত পাঞ্জাবের পর গুজরাতেও মুখ্যমন্ত্রী পদে নাম নির্বাচনের জন্য অনলাইন ভোটের আয়োজন করেছিল আপ । আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইসুদানের নাম ঘোষণার সময় বলেছেন, ১৬ লাখ ৪৮ হাজার ৫০০ জন অনলাইন ভোটে অংশ নেন । ৭৩ শতাংশ গড়ভিকে চেয়েছেন । সে রাজ্যের আসন্ন বিধানসভায় বিজেপি-কে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে ময়দানে নেমেছে আপ ৷ এর আগে গুজরাটে পুর নির্বাচনে আপের ফল ছিল আশা ব্যঞ্জক। শুক্রবার অরবিন্দ কেজরিওয়াল বলেন, আমি আজ মুখ্যমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করছি না । গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম জানিয়ে দিলাম ।

কেজরিওয়াল আরও বলেন, প্রাক্ নির্বাচনী কোনও সমীক্ষাতেই আপের সাফল্যের কথা বলা হয় না । কিন্তু পাঞ্জাব এবং দিল্লি, দুজায়গাতেই আপ সরকার গড়ছে । গুজরাটের পালাবদলের ক্ষেত্রে আমরা আশাবাদী ।
মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে চল্লিশ বছরের ইসুদানের নাম ঘোষণার পিছনে সুনির্দিষ্ট রাজনীতির ছক আছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷ টেলিভিশন চ্যানেলের সাংবাদিক এবং সঞ্চালক হিসেবে তিনি জনপ্রিয় । পাশাপাশি তিনি একজন কৃষক পরিবারের সন্তান ৷ অনগ্রসর শ্রেণির প্রতিনিধি ৷ ফলে গুজরাটের প্রান্তিক জনগোষ্ঠীর সমর্থনকে ঐক্যবদ্ধ করতেই আপের এই কৌশলে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা । গত বছর জুনে তিনি সাংবাদিকতাকে বিদায় জানিয়ে আম আদমি পার্টির সাথে তার রাজনৈতিক জীবন শুরু করেন ।

কেজরিওয়াল আজ ফের বলেন, আম আদমি পার্টি কাউকে চাপিয়ে দেয় না । পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে ভগবন্ত মানকে বাছা হয়েছিল অনলাইন ভোটের মধ্য দিয়ে । দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, আপে জনগণই শেষ কথা ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!