Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৩০, ২০২৩

আম আদমির প্রতিবাদে ১১ আঞ্চলিক ভাষা । দেশজুড়ে ‘মোদি হঠাও, দেশ বাঁচাও’ পোস্টার কর্মসূচির শুরু

আরম্ভ ওয়েব ডেস্ক
আম আদমির প্রতিবাদে  ১১ আঞ্চলিক ভাষা । দেশজুড়ে ‘মোদি হঠাও, দেশ বাঁচাও’ পোস্টার কর্মসূচির শুরু

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে দেশজুড়ে পোস্টার লাগানোর কর্মসূচি নিয়েছে আম আদমি পার্টি। সারা দেশে ‘মোদি হঠাও, দেশ বাঁচাও’ পোস্টার লাগানোর কাজ শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। আপ সূত্রের খবর, এই কর্মসূচি বাস্তবায়িত করতে আঞ্চলিক ভাষাগুলিতেও পোস্টার ছাপানো হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলা, হিন্দি, গুজরাটি, তেলুগু, ওড়িয়া, কন্নড়, মালায়ালাম, পঞ্জাবি, মারাঠির মতো আঞ্চলিক ভাষা। মোট ১১টি আঞ্চলিক ভাষায় ওই পোস্টারগুলি ছাপানো হয়েছে।

পোস্টারগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে  মোদিবিরোধী এই কর্মসূচীর সূচনা হলেও পরে গোটা দেশ জুড়ে আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পণা নিয়েছে কেজরিওয়ালের দল।

আম আদমি পার্টির নেতা গোপাল রাই জানিয়েছেন, ‘মোদি হঠাও, দেশ বাঁচাও’ স্লোগান সম্বলিত এই পোস্টারগুলি ভারতজুড়ে ছড়িয়ে দিতে বিভিন্ন রাজ্যের দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার রাজধানীতে মোদিবিরোধী পোস্টার লাগানো হয়েছে। আপ জানিয়েছে, একইসঙ্গে দেশের অন্য রাজ্যগুলিতেও আপ কর্মীরা এদিন মোদি বিরোধী ওই পোস্টার লাগানো শুরু করেছে। মোট ২২টি রাজ্যে মোদিবিরোধী পোস্টার লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আম আদমি পার্টির অভিযোগ, ভারতীয় গণতন্ত্রকে খতম করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে। একদিকে বেলাগাম মুদ্রাস্ফীতি, তার ওপর মোদি জমানায় দুর্দশাগ্রস্ত দেশের যুবসমাজ এবং কৃষকরা। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশ সঙ্কটে পড়েছে।

আপ তরফে আরও বলা হয়েছে, আগামী ১০ এপ্রিল থেকে দেশের সমস্ত বড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও মোদিবিরোধী পোস্টার লাগানো হবে।

গত সপ্তাহে রাজধানী দিল্লিতে ‘মোদি হঠাও, দেশ বাঁচাও’ পোস্টার লাগানোর জেরে ছাপাখানার দু’জন মালিক-সহ ৬জনকে গ্রেফতার করা হয়। দিল্লি পুলিশ দায়ের করে শতাধিক এফআইআর।

গত ২৩ মার্চ যন্তরমন্তরে জনসমাবেশে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মোদির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়েও মোদির বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন কেজরিওয়াল।

মোদিবিরোধী পোস্টারকে কেন্দ্র করে পুলিশি সক্রিয়তা প্রসঙ্গে কেজরিওয়ালের প্রশ্ন, মোদি এত ভয় পাচ্ছেন কেন? মোদি কি ভীত? গণতান্ত্রিক ব্যবস্থায় এধরনের প্রতিবাদী পোস্টার তো যে কেউই লাগাতে পারেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!