Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৩০, ২০২৩

“বাংলার বকেয়া আনবই”, দিল্লি যাত্রার প্রাক মুহূর্তে শান্তিপূর্ণ বিরোধিতার ভার্চুয়াল বার্তা দিলেন অভিষেক

আরম্ভ ওয়েব ডেস্ক
“বাংলার বকেয়া আনবই”, দিল্লি যাত্রার প্রাক মুহূর্তে শান্তিপূর্ণ বিরোধিতার ভার্চুয়াল বার্তা দিলেন অভিষেক

তৃণমূলের “মিশন দিল্লি” নিয়ে ইতিমধ্যেই বেশ জটিলতা সৃষ্টি হয়েছে। বকেয়া আদায়ের দাবিতে তৃণমূলের এই “মিশন দিল্লি” যাত্রা শুরুর প্রাক মুহূর্তে পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, তৃণমূলকে বিশেষ ট্রেন দেওয়া যাবে না। টিকিটের জন্য অগ্রিম টাকা নেওয়ার পরও কেন তা দেওয়া গেল না, সেই প্রশ্ন তুলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়া একাধিক পোস্ট করেছেন। পাশাপাশি দ্রুত সঙ্গে বিকল্প ব্যবস্থাও করেছেন অভিষেক। কেন্দ্রের এই বিরোধিতার পরেও  শনিবার ভার্চুয়াল ভাষণে “দিল্লি চলো” কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংক্ষিপ্ত ভাষণে তাঁর স্পষ্ট বক্তব্য, ”বাংলার বকেয়া আনবই, কেউ রুখতে পারবে না। কিন্তু শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা হবে।”

বাংলার বকেয়া প্রাপ্যের এই দাবি গণতান্ত্রিক। তা না পেলে আন্দোলনের পথে হাঁটাও হচ্ছে সেই গণতান্ত্রিক পদ্ধতিরই অঙ্গ। আর সেভাবেই যেন শান্তিপূর্ণ পদ্ধতিতে দাবি আদায় করা হয়। “দিল্লি চলো” কর্মসূচিকে “A fight for our rights!” নাম দিয়ে দিল্লিমুখী হয়েছে বাংলার কয়েক হাজার মানুষ, যাঁরা ১০০ দিনের কাজ করেও প্রাপ্য থেকে বঞ্চিত। শনিবার দুপুরে ভার্চুয়াল ভাষণে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার কর্মী, সমর্থক ও বঞ্চিত প্রান্তিক মানুষজনের কাছে কাজ করেও যে বাংলার মানুষ তাদের প্রাপ্য থেকে বঞ্চিত সেই বার্তাই দিয়েছেন। কোনও প্ররোচনা, উসকানিতে পা দিয়ে কোনও অশান্তি নয়, বরং নিজেদের বকেয়া পেতে ঠান্ডা মাথায় গোটা আন্দোলন সংগঠিত করতে হবে বলে কর্মীদের প্রতি বার্তা দিয়েছেন অভিষেক।

এদিন অভিষেক বলেন, ”কোনওরকমভাবেই আমাদের আটকানো যাবে না। বাংলার বকেয়া নিয়েই ফিরব। কেউ রুখতে পারবে না। আপনারা নিজেদের হকের টাকা আদায় করতে যাচ্ছেন, সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে তা করতে হবে।”  এরপর ২ ও ৩ অক্টোবরের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান তিনি। সেইসঙ্গে মোদি সরকারের উদ্দেশে ফের অভিষেক হুঁঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, ”দিল্লিতে যদি আমাদের কারও গায়ে বিন্দুমাত্র হাত পড়ে, আঁচড় লাগে, তাহলে আমরা কিন্তু ছেড়ে কথা বলব না। আমার উপর অত্য়াচার করুন, আমাদের নেতা-মন্ত্রীদের উপর অত্যাচার করুন। ইট কা জবাব কীভাবে পাত্থর সে দিতে হয়, আমরা জানি।” সবমিলিয়ে “দিল্লি চলো”-র  আগে কর্মীদের মনোবল বাড়িয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ ভার্চুয়াল মাধ্যমে দিয়েছেন অভিষেক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!