- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- ডিসেম্বর ৪, ২০২৪
অস্কারের জন্য প্রাথমিক মনোনয়ন পেল দুই বাঙালীর গান

দুই বাঙালির হাত ধরে আবার অস্কার মঞ্চে বাংলা গান। এবছর অস্কারের জন্য মনোনীত হয়েছে ইমন চক্রবর্তীর “ইতি মা” গান। একই সঙ্গে জায়গা পেয়েছে বিখ্যাত সংগীতশিল্পী বিক্রম ঘোষের “ব্যান্ড অফ মহারাজাস” ছবির গানও।
এবার অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে ৮৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট ১৪৬টি গানকে বাছাই করা হয়েছে। সেই তালিকায় রয়েছে ইমন চক্রবর্তীর গাওয়া ‘ইতি মা’ গানটি। ইন্দিরা ধর মুখার্জি পরিচালিত কান চলচ্চিত্র উৎসব ফেরত ছবি ‘পুতুল’-এর জন্য ‘ইতি মা’ গানটি রেকর্ড করেছেন ইমন চক্রবর্তী। এবছর শিশু দিবসেই মুক্তি পেয়েছে গানটি। একমাস যেতে না যেতেই সুখবর। তাঁর গাওয়া গান অস্কারে মনোনীত হওয়ায় আপ্লুত ইমন। তিনি বলেন, “আমার যে কী ভাল লাগছে, বলে বোঝাতে পারব না। খুবই আনন্দ হচ্ছে। নিজের গাওয়া গান মনোনীত হওয়ার থেকেও বেশি খুশি, বাংলা গান অস্কারের তালিকায় জায়গা পাওয়ায়।”
বাংলার পথ শিশুদের নিয়ে “পুতুল” সিনেমা তৈরি করেছেন পরিচালক ইন্দিরা ধর মুখার্জি। পথ শিশুদের তৈরি হওয়া গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। তাঁর সেই গাওয়া গান লায়ন কিং-এর “মুফাসা”র মতো গানের সঙ্গে অস্কারের জন্য লড়াই করবে। এটা ভেবেই গর্বিত ইমন। “পুতুল” ছবির পরিচালক ইন্দিরা ধর মুখার্জিও গর্বিত। তিনি বলেন, “বাংলা ছবির জয়। বাংলা গানের জয়। আমার জানা নেই, আর কোনও বাংলা ছবির গান অস্কারের মঞ্চে গেছে কিনা। বাংলা ইন্ডাস্ট্রির জন্য আমি খুশি।”
“ইতি মা” ছাড়াও জায়গা করে নিয়েছে সংগীতশিল্পী বিক্রম ঘোষের “ব্যান্ড অফ মহারাজাস” ছবির গানও। যার পরিচালক গিরিশ মালিক। তবে এখনই আবেগে ভাসছেন না বিক্রম ঘোষ। তিনি বলেছেন, “এই তালিকা চূড়ান্ত মনোনয়ন নয়। এর থেকে ফাইনাল চূড়ান্ত মনোনয়নের তালিকা তৈরি হবে। তাই এখনই আবেগে ভেসে যাওয়ার মতো কিছু হয়নি।”
১ নভেম্বরের মধ্যেই অস্কারের মৌলিক গানের সমস্ত মনোনয়ন জমা পড়েছিল। চূড়ান্ত ভোটিং পর্ব শুরু হবে আগামী ৯ ডিসেম্বর থেকে। আগামী বছরের মার্চে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর।
❤ Support Us