Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১০, ২০২৩

মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন সলমন খান

আরম্ভ ওয়েব ডেস্ক
মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন সলমন খান

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা দিয়ে আগামী ৫ ডিসেম্বর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন বলিউডের ভাইজান সলমন খান। গত মে মাসে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন সলমন খান। তার পর অগস্ট মাসে মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বই সফরে গিয়ে জানিয়েছিলেন সলমন খান কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন। শুক্রবার সরকারি সূত্রে জানা গেছে, আগামী ৫ ডিসেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের দিন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন সলমন খান।

তবে সরকারি সূত্রে এটাও জানা গেছে যে শাহরুখ খান ৫ ডিসেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আস্তে পারবেন কি না সেটা এখনও নিশ্চিত নয়। তিনি সম্ভবত ওই সময় কলকাতায় আস্তে পারছেন না। তবে কোনও ভাবে যদি কিং খান সময় করে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে চলে আস্তে পারেন তাহলে ভাইজান আর কিং খানের উপস্থিতিতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আলাদা উচ্চতায় পৌঁছে যাবে প্যাকেজিংয়ের দিক থেকে। কারণ বলিউডের এই দুই খান এখন দর্শকের হৃদয় এল করে অবস্থান করছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!