- দে । শ
- মে ১৭, ২০২৩
তৃতীয় স্ত্রীর চাপে ৭ বছরের ছেলেকে খুন, মধ্যপ্রদেশের ঘটনায় গ্রেফতার দুই

ঘুমের মধ্যে নিজের ৭ বছরের ছেলেকে সৎ মায়ের চাপে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। পুলিশ সূত্রে এই খবর জানা গেছে।
নিহত ওই বালকের নাম প্রতীক। সে সাধারণত তার দাদু-দিদার সঙ্গেই রাতে ঘুমোত। রবিবার এই বালকের বাবা ২৬ বছরের শশীপাল মুণ্ডে প্রতীককে বলে তাঁর সঙ্গে রাতে ঘুমোতে যেতে, বলে তাঁর ঘরে কুলার আছে।
বাবার ঘরে কুলার আছে, সেই ঘরে সে রাতে ঘুমোবে বলে প্রতীক তার দাদু-দিদাকে জানায়। এটাই প্রতীকের শেষ কথা বলে তার দাদু-দিদা জানায়।
পুলিশ সূত্রে জানানো হয়, শশীপাল মুণ্ডের ছেলে ঘুমিয়ে পড়লে শশিপাল টিভির ভলিউম বাড়িয়ে দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। সেই সময় শশীপাল তাঁর স্ত্রীকে ভিডিও কল করার চেষ্টা করেন কিন্তু তাঁর স্ত্রী সেই ভিডিও কল ধরেননি।
নিজের ছেলেকে খুন করে সেই ভিডিও শশীপাল মুণ্ডে তাঁর তৃতীয় স্ত্রী পায়েলকে হেয়াটসঅ্যাপে পাঠান কিন্তু পায়েল সেই ভিডিও কলটি না দেখে শশীপালের ফোন নম্বরটি ব্লক করে দেন।
এর পর শশীপাল মুণ্ডে পালিয়ে যায়। মঙ্গলবার ২৬ বছরের শশিপাল ও ২৩ বছরের পায়েল, দুজনকেই গ্রেফতার করেছে। ইন্দোরের লোক ৭ বছর বয়সী ছেলেকে ঘুমের মধ্যে শ্বাসরোধ করে হত্যা করেছে কারণ তৃতীয় স্ত্রী তাকে ঘৃণা করতেন: পুলিশ
❤ Support Us