Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৯, ২০২৪

গণ ছুটির জন্য কর্মীদের গণহারে বরখাস্তের সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের

আরম্ভ ওয়েব ডেস্ক
গণ ছুটির জন্য কর্মীদের গণহারে বরখাস্তের সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের

শেষপর্যন্ত চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হল দেশের ঐতিহ্যবাহী বেসরকারি বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।  প্রায় ৩০ এর বেশি কেবিন ক্রুকে সাসপেন্ড করল তারা। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে সংস্থা সুত্রে জানা যাচ্ছে। গতকাল প্রায় ৩০০ জন কেবিন ক্রু আচমকাই অসুস্থতাজনিত কারণে ছুটি নেন । ফলে পরিষেবাজনিত ব্যাঘাতের আশঙ্কায় প্রায় ৮৬টি বিমানযাত্রা  বাতিল হয়। এর ফলে এয়ার ইন্ডিয়া ক্ষতির সম্মুখীন তো হয়ই, দেশজুড়ে সমালোচিত হয়। তাই সংস্থা এমন কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হল বলে মনে করা হচ্ছে।

শুধু এতেই থেমে থাকেনি তারা। বেশ কয়েক সংখ্যক ক্রু সদসদের চূড়ান্ত শর্ত দেওয়া হয়েছে যে, যদি তারা আজ বিকেল ৪টের মধ্যে যোগদান না করে , তাহলে সংস্থা তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হবে।বর্তমানে টাটা গোষ্ঠীর মালিকানাধীন সংস্থা এয়ার ইন্ডিয়া । সংস্থা সুত্রে জানা যাচ্ছে, কর্মীরা তাঁদের জন্য গঠিত নতুন কর্মসংস্থান নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। ক্রু সদস্যরা কর্মীদের সাথে অসামঞ্জস্যপূর্ণ আচরণ নিয়ে রীতিমতো ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, পদ অনুসারে তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না, উচ্চপদস্থদের কাজ করতে হচ্ছে অধস্তন কর্মী হিসেবে।এছাড়া তাঁদের ক্ষতিপূরণের জন্য যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাও যথেষ্ট নয়।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মুখপাত্র গতকাল জানিয়েছেন, ম্যানেজমেন্ট কেবিন ক্রুদের কাছে তাঁদের এই হঠাৎ নেওয়া ছুটির পিছনের কারণ জানার আপ্রাণ চেষ্টা চালিয়ে হচ্ছে। কোম্পানির দাবি বহিষ্কৃত কর্মীরা তাঁদের জন্য প্রযোজ্য ‘সার্ভিস রুল’ ভেঙেছেন।সংস্থা বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে । ফলে কোম্পানির এক্ষেত্রে অধিকার আছে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার। প্রসঙ্গত, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তায় পড়ে।

 

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!