শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
মধ্যপ্রদেশের বিরুদ্ধে গত বছর রনজি সেমিফাইনালে হারের প্রতিশোধ নেওয়ার দিকে অনেকটাই এগিয়ে গেল বাংলা। বাংলার প্রথম ইনিংসে ৪৩৮ রানের জবাবে মধ্যপ্রদেশের প্রথম ইনিংসের ১৭০ রানে। মধ্যপ্রদেশকে ভাঙলেন বাংলার জোরে বলার আকাশ দীপ। ৪২ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। ২৬৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে বাংলা ২ উইকেট হারিয়ে তুলেছে ৫৯ রান। দুই ইনিংস মিলিয়ে বাংলা এগিয়ে গেছে ৩২৭ রানে।
বাংলার ৪৩৮ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে মধ্যপ্রদেশ ২ উইকেট হারিয়ে তুলেছিল ৫৬। ক্রিজে ছিলেন সারাংশ জৈন এবং অনুভব আগারওয়াল। তৃতীয় দিন সকালেই অনুভব আগরওয়ালকে (৫) তুলে নিয়ে মধ্যপ্রদেশ ইনিংসে প্রথম আঘাত হানেন মুকেশ কুমার। পরের ওভারেই রজত পতিদারকে (০) ফেরান আকাশ দীপ। এরপর মধ্যপ্রদেশের মিডল অর্ডারে ধস নামান শাহবাজ আমেদ। পরপর তুলে নেন অধিনায়ক আদিত্য শ্রীবাস্তব (৭) এবং ভেঙ্কটেশ আয়ারকে (৭)।
১০১ রানে ৬ উইকেট হারিয়ে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয় পরে মধ্যপ্রদেশ। এরপর সারাংশ জৈনের সঙ্গে রুখে দাঁড়ান শুভম শর্মা। আকাশ দীপ এসে সারাংশ জৈনকে (৬৫) তুলে নিতেই আবার ধস নামে মধ্যপ্রদেশ ইনিংসে। পরপর কুমার কার্তিকেয়া (০) এবং আবেশ খানকে (০) ফেরান আকাশ দীপ। গৌরব যাদব (১) রান আউট হতেই ১৭০ রানে গুটিয়ে যায় মধ্যপ্রদেশের প্রথম ইনিংস। শুভম শর্মা ৪৪ রান করে অপরাজিত থাকেন। ১৮ ওভার বল করে ৩ মেডেন সহ ৪২ রানে ৫ উইকেট তুলে নেন আকাশ দীপ। অন্যদিকে ৩০ রানে ২ উইকেট নেন শাহবাজ আহমেদ। একটি করে উইকেট নিয়েছেন মুকেশ কুমার ও ঈশান পোড়েল।
২৬৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলা। প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ বাংলার দুই ওপেনার করণ লাল এবং অভিমন্যু ঈশ্বরণ। ৩৭ রানের মাথায় আউট হন করণ লাল। তিনি ১৯ রান করে সারাংশ জৈনর বলে আউট হন। অন্যদিকে ১৭ রান করে কুমার কার্তিকেয়ার বলে বোল্ড হন অভিমন্যু ঈশ্বরন (১৭)। সুদীপ ঘরামি ১২ ও অনুষ্টুপ মজুমদার ৯ রান করে ক্রিজে রয়েছেন।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34