Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২, ২০২৩

সংসদের শীতকালীন অধিবেশন শুরু ৪ ডিসেম্বর। প্রথা মেনে শনিবার হয়ে গেল সর্বদলীয় বৈঠক

আরম্ভ ওয়েব ডেস্ক
সংসদের শীতকালীন অধিবেশন শুরু ৪ ডিসেম্বর। প্রথা মেনে শনিবার হয়ে গেল সর্বদলীয় বৈঠক

সংসদের শীতকালীন অধিবেশনকে আগামী ৪ ডিসেম্বর শুরু হচ্ছে, চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। নিয়ম অনুযায়ী সংসদের অধিবেশন শুরুর আগে সর্বদলীয় বৈঠক হয়। প্রথা মেনে শনিবার সংসদ লাইব্রেরি ভবনে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হল।

আসন্ন শীতকালীন অধিবেশনে ১৮টি বিল আসার কথা। এই বিলগুলি যাতে সঠিক ভাবে পাশ করানো যায় তার জন্য বিরোধী দলগুলির কাছে সরকারের বক্তব্য তুলে ধরার জন্য এই সর্বদলীয় বৈঠকে আলোচনা হয়েছে। সংসদের বাদল অধিবেশন মণিপুর সহিংসতার ইস্যুতে কার্যপ্রণালীকে প্রাধান্য দিয়ে সংসদ উত্তপ্ত ছিল। সংসদের বাদল অধিবেশনে সরকার ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিলটি পাশ করিয়েছে।

শনিবারের সর্বদলীয় বৈঠকে ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে এই বৈঠকের একটি ভিডিওতে। জয়রাম রমেশ এবং গৌরব গগৈ অন্যান্যদের পাশাপাশি কংগ্রেস দলের উল্লেখযোগ্য সাংসদরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!