Advertisement
  • দে । শ
  • মে ১৭, ২০২৪

মেয়াদ উত্তীর্ণ টিবির ওষুধ দেওয়ায় উত্তেজনা

আরম্ভ ওয়েব ডেস্ক
মেয়াদ উত্তীর্ণ টিবির ওষুধ দেওয়ায় উত্তেজনা

মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ কাটোয়া মহকুমা হাসপাতালের যক্ষ্মা বিভাগ থেকে। রোগীর পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন হাসপাতাল সুপার বিপ্লব মণ্ডল। তিনি বললেন, ‘দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য অভিযুক্ত কর্মী অরূপ রায়কে শোকজ করা হবে।’ মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার কথা কবুল করে অভিযুক্ত অরূপ জানান,  ‘ভুলবশত দেওয়া হয়ে গিয়েছে। একজন রোগীকেই  এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে।’ প্রায় এক বছর আগে ২০২৩ সালের জুলাই মাসে ওষুমধের  মেয়াদ ফুরনো রিফাম্পিসিন নামে ওই ওষুধটি টিবি আক্রান্ত এক একাদশের ছাত্রীকে দেওয়া হয়েছে। জানা গেল, মানব দেহে থাকা যক্ষ্মারোগের জীবাণু নাশ করতে  রিফাম্পিসিন ওষুধটি অপরিহার্য। যক্ষ্মারোগীর পরিবার ওষুধের ফয়েলটি দেখেই বুঝতে পারে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে এক বছর আগেই। সঙ্গে সঙ্গে স্থানীয় আশাকর্মীর নজরে আনে বিষয়টি। কাটোয়া শহরের মিলপাড়ার বাসিন্দা বাসন্তী হাজরা বললেন, ‘সরকারি নথি দেখিয়ে কাটোয়া হাসপাতালের যক্ষ্মাবিভাগ থেকে ওই ওষুধ আমার মেয়েকে দেওয়া হয়েছে। ওষুধ দেওয়ার সময়  হয়রানিও করা হয়েছে। ওষুধ খেয়ে যদি মেয়েটার কিছু হত, তার দায় কে নিত?’ অভিযুক্ত অরূপবাবুর সাফাই, যক্ষ্মার ওষুধ সরবরাহ না থাকায় এই বিপত্তি হয়েছে। আমি বুঝতে পেরেই রোগীর পরিজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!