- দে । শ
- ডিসেম্বর ৯, ২০২৪
মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে টাকি সরকারি বিদ্যালয়ের প্রাক্তনীদের উদ্যোগে নির্দেশনা শিবির
সামনেই জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক। পরীক্ষার্থীদের দিশা দেখাচ্ছেন টাকি সরকারি বিদ্যালয়ের প্রাক্তনীরা। জীবনের প্রথম বড় পরীক্ষাটি দিতে চলেছে এমন শতাধিক মাধ্যমিক পরীক্ষার্থীকে নিয়ে অভিনব কর্মশালার আয়োজন করল টাকি সরকারি বিদ্যালয়ের প্রাক্তনীরা। সারাদিনের কর্মশালায় মাধ্যমিকের বিষয়গুলির নানা দিক নিয়ে আলোচনা করেন অভিজ্ঞ শিক্ষকমন্ডলী। প্রশ্নোত্তর পর্বে পরীক্ষার্থীদের নানা প্রশ্নের সমাধান করেন তাঁরা। কলকাতা থেকে বিভিন্ন নামি স্কুলের শিক্ষক, পরীক্ষক সহ মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থার সঙ্গে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছেন এমন শিক্ষকরা কর্মশালায় উপস্থিত ছিলেন। টাকি পুর এলকা ৭ টি স্কুল সহ ১২ টি স্কুলের শতাধিক পরীক্ষার্থী কর্মশালায় অংশ নেয়। টাকি টাকি সরকারি বিদ্যালয়ের হল ঘরে বাংলা, ইংরেজি, অঙ্ক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল বিষয়ের ওপর আলাদা ভাবে আলোচনা করেন প্রিযতোষ বসু, রাতুল গুহ, কল্যাণময় মান্না, অসিত কুমার ধাড়া, বিবেকানন্দ মাইতি, সুজিতকুমার সাহু, সুদীপ্ত সরকার। প্রাক্তনী সংসদ ‘উড়ান’–র তরফে বলাই মন্ডল বলেন, ‘গত বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই ধরনের নির্দেশনা শিবির ছাত্র ছাত্রীরা উপকৃত হয়েছে। টাকি সরকারি বিদ্যালয়ের প্রাক্তনীদের সংগঠন ‘উড়ান’ –র পক্ষ থেকে পরীক্ষার্থীদের উৎসাহ দিতে টাকি পুর এলাকার সর্বোচ্চ নম্বর প্রাপককে রৌপ্য পদক দিয়ে পুরস্কৃত করা হবে।’
❤ Support Us