- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ২১, ২০২৩
উদ্বোধন হল ১৯১১ শিল্ড জয়ের অমর একাদশের মূর্তি, বিশেষ আবেদন সৌরভের
১৯১১ সালের ঐতিহাসিক শিল্ড জয়কে বরাবরই দারুণ গুরুত্ব দিয়ে আসে মোহনবাগান। অথচ ক্লাবের ঐতিহাসিক শিল্ড জয়ের নায়কদের কোনও স্থানই ছিল না। অবশেষে ক্লাব লনে জায়গা পেলেন ১৯১১–র অমর একাদশের নায়করা। বৃহস্পতিবার মোহনবাগান ক্লাব লনে স্থায়ীভাবে জায়গা পেলেন শিবদাস ভাদুড়ি, বিজয়দাসরা। এদিন অমর একাদশের মূর্তি বসল মোহনবাগান ক্লাবের লনে। আনুষ্ঠানিকভাবে মূর্তি উন্মোচন করেন শ্যাম থাপা, সুব্রত ভট্টাচার্য, নঈমুদ্দিন, প্রসূন ব্যানার্জি, গৌতম সরকাররা।
অমর একাদশের মূর্তি উদ্বোধনের অনুষ্ঠান উপলক্ষ্যে এদিন মোহনবাগান তাঁবুতে চাঁদের হাঁট বসেছিল। প্রধান অতিথি হিসাবে হাজির ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন, সুব্রত ভট্টাচার্য, নঈমুদ্দিন, প্রসূন ব্যানার্জি, গৌতম সরকার, প্রদীপ চৌধুরি, মানস ভট্টাচার্যর মতো বেশ কয়েকজন প্রাক্তন ফুটবলার, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, শিল্পী লোপামুদ্রা মিত্ররা। এছাড়াও ছিলেন অমর একদশের পরিবারের সদস্যরা।
মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল, অমর একাদশের মূর্তির উদ্বোধন করবেন সৌরভ গাঙ্গুলি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সৌরভ রিমোট তুলে দেন শ্যাম থাপা, সুব্রত ভট্টাচার্যদের হাতে। তাঁদের হাতেই উদ্বোধন হল অমর একাদশের মূর্তি। এরপর মোহনবাগান সচিব দেবাশিস দত্তর কাছে সৌরভ অনুরোধ করেন, ক্লাবের সঙ্গে প্রাক্তন ফুটবলারদের আরও বেশি করে সঙ্গে যুক্ত করার।
অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আইএসএল থেকে ইস্টবেঙ্গল–মোহনবাগানকে বেরিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাই পথ দেখায়। আইএসএল কোনও টুর্নামেন্টই নয়। এটা একটা খেপের টুর্নামেন্ট। আমি চাই ইস্টবেঙ্গল–মোহনবাগান আইএসএল থেকে বেরিয়ে এসে ঘরোয়া টুর্নামেন্টের ওপর ফোকাস করুক। তাহলেই বাংলার ফুটবলের উন্নতি হবে।’ তিনি আরও বলেন, ‘এইরকম ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমি ছোটবেলা থেকেই মোহনবাগানের ভক্ত। ১৯১১–তে মোহনবাগান স্বাধীনতার পথ দেখিয়ে ছিল। মোহনবাগান অতীতকে ভোলেনি। এটা দেখে ভাল লাগছে।’
সৌরভ অবশ্য ক্রীড়ামন্ত্রীর সঙ্গে একমত নন। তিনি বলেন, ‘কেউ ছোট নয়, কেউ বড় নয়। ময়দানের ফুটবলও যেমন ছোট নয়, তেমন আইএসএলও বড় নয়। ফুটবল ফুটবলের জায়গাতেই থাকবে। আসল হচ্ছে ফুটবলটাই।’ সৌরভ আরও বলেন, ‘ছোটবেলা থেকেই আমি সুব্রত দা, শ্যাম দা–র খেলা দেখে বড় হয়েছি। ময়দানে ভাল ফুটবলাররা থাকলে তরুণ প্রজন্ম আরও বেশি উৎসাহিত হবে। ফুটবল খেলার মান তখনই বাড়বে যখন প্রাক্তন ফুটবলাররা আরও বেশি ফুটবলের সঙ্গে যুক্ত থাকবেন। মোহনবাগান ক্লাবের কাছে অনুরোধ করছি, প্রাক্তনদের আরও বেশি করে ব্যবহার করতে।’
❤ Support Us