Advertisement
  • ন | গ | র | কা | হ | ন প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ৬, ২০২৩

‌চরম পর্যায়ে দিল্লির দূষণ, জরুরি বৈঠক ডাকলেন কেজরিওয়াল

আরম্ভ ওয়েব ডেস্ক
‌চরম পর্যায়ে দিল্লির দূষণ, জরুরি বৈঠক ডাকলেন কেজরিওয়াল

প্রায় এক সপ্তাহ ধরে দেশের রাজধানী দিল্লির দূষণের মাত্রা ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে। চলতি সপ্তাহের প্রথম দিনেও বিশ্বের সবথেকে দূষিত শহরগুলির তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি। গত সপ্তাহের তুলনায় দূষণের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। আর এই দূষণ মোকাবিলাযর রাস্তা খুঁজে বার করার জন্য আজ উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৈঠকে হাজির থাকবেন পরিবেশমন্ত্রী গোপাল রাইসহ ঊর্ধ্বতন সরকারি কর্তারা।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, রবিবার সকালে দিল্লির বাতাসের গুণগত মান ছিল ৪৬০। সেই জায়গায় সোমবার সকালে গুণগতমান পৌঁছেছে ৪৮৮–তে। সবথেকে খারাপ অবস্থা মোতিবাগের। সেখানকার দূষণের মাত্রা ৪৮৮। পাতপারগঞ্জের দূষণের মাত্রা ৪৭১, আরকে পূরমের ৪৬৬, আইটিও–র ৪০২।
বিগত কয়েকদিন ধরে দিল্লির বাতাসের গুণগতমান খুবই খারাপ পর্যায়ে নেমে গেছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে শিশু এবং বয়স্কদের শ্বাসকষ্ট দেখা দিচ্ছে এছাড়া চোখ জ্বালা করছে। দিল্লির দূষণ শুধু মানুষের ওপর প্রভাব ফেলছে না, পশুপাখির ওপরও প্রভাব ফেলতে শুরু করেছে।
বায়ুর গুণগত মান খুবই খারাপ জায়গায় থাকার কারণে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই দিল্লি এবং আশপাশের শহরগুলিতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান কার্যকর করেছে। গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান হল বায়ু দূষণবিরোধী ব্যবস্থার একটি পদক্ষেপ, যা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড তৈরি করেছে। গুরুতর বায়ু দূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান প্রয়োজনীয় পন্য বহনকারী এবং পরিষেবা প্রদানকারী কিংবা এলএনজি, সিএনজি বা বিদ্যুৎ দ্বারা চালিত ট্রাকগুলি ছাড়া অন্য ট্রাকগুলিকে দিল্লিতে প্রবেশ করতে নিষেধ করেছে। দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকায় রাস্তা, সেতু, বিদ্যুৎ লাইনের মতো জনসাধারণের প্রকল্পগুলির নির্মাণ কাজও স্থগিত রাখা হয়েছে।
কেন্দ্র সরকার সমস্ত সরকারি ও বেসরকারি অফিসগুলিকে নির্দেশ দিয়েছে, ৫০ শতাংশ কর্মী অফিসে বসে কাজ করবেন এবং বাকি ৫০ শতাংশ কর্মী বাড়ি বসে কাজ করবেন। দূষণের পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ১০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!