- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ২৫, ২০২৩
ইন্দিরার পর মোদি । চল্লিশ বছর পর গ্রিসে ভারতের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর প্রথম গ্রিস সফরের জন্য ঐতিহাসিক শহর এথেন্সে পা রেখেছেন। বিমানবন্দরে এফএম জর্জ জেরাপেট্রাইটিস উষ্ণ অভ্যর্থনা জানান। এথেন্সে প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফরের সময় গ্রীক নেতৃত্ব, ব্যবসায়ী সম্প্রদায়, ভারতীয় প্রবাসী এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। উল্লেখ্য, ৪০ বছরের মধ্যে প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গ্রিসে গেলেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এক্স-এ একটি পোস্ট করে শুক্রবার এই খবর জানান।
Landed in Athens. Looking forward to a productive Greece visit aimed at deepening India-Greece friendship. I will be holding talks with @PrimeministerGR Kyriakos Mitsotakis and also interacting with the Indian community. pic.twitter.com/CaHaYoa5yb
— Narendra Modi (@narendramodi) August 25, 2023
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলন শেষে গ্রিসের রাজধানী এথেন্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক দিনের এই সফরে গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। উল্লেখ্য যে, গত ৪০ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গ্রিস সফরে গেলেন। এর আগে ১৯৮৩ সালে গ্রিস সফরে গিয়েছিলেন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি। ৪০ বছর পর কোনও ভারতীয় রাষ্ট্রপ্রধানের গ্রিস সফর বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ভূমধ্যসাগরীয় দেশটির গুরুত্ববৃদ্ধির লক্ষণ বলেই মনে করা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।
PM @narendramodi arrives in Athens.
Here is an outline of the packed schedule of his day-long visit to Greece. pic.twitter.com/KBzSzUjuL9
— Arindam Bagchi (@MEAIndia) August 25, 2023
নরেন্দ্র মোদির সম্ভাব্য সফরসূচি সম্পর্কে যতটা জানা গিয়েছে, তাতে শুক্রবার গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে দেখা করার পাশাপাশি গ্রিক প্রেসিডেন্টের সঙ্গেও দেখা করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী। গ্রিক বণিকসভার সদস্যদের সঙ্গেও বৈঠক করার কথা তাঁর। তা ছাড়া প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। তা ছাড়াও সামরিক এবং প্রতিরক্ষা সংক্রান্ত দ্বিপাক্ষিক বোঝাপড়া আরও নিবিড় এবং মজবুত করার চেষ্টা করা হবে এই সফরে। জাহাজনির্মাণ শিল্প নিয়েও কোনও মউ স্বাক্ষর হতে পারে দুই রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে। ইতিমধ্যেই আথেন্সে মোদির হোটেলের সামনে জাতীয় পতাকা এবং মোদির ছবি নিয়ে ভিড় জমিয়েছেন প্রবাসী ভারতীয়দের একাংশ। শুক্রবার রাতের উড়ানেই দিল্লি ফিরে আসার কথা প্রধানমন্ত্রীর।
❤ Support Us