- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১৩, ২০২৩
২ বছর পর দেশের হয়ে খেলতে নেমেই দাপট আন্দ্রে রাসেলের, প্রথম টি২০তে ৪ উইকেটে পরাজিত ইংল্যান্ড
সামনের মরশুমের আইপিএলের জন্য আন্দ্রে রাসেলকে দলে রেখে কি সঠিক সিদ্ধান্তই নিয়েছে কলকাতা নাইট রাইডার্স? ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে যেরকম পারফরমেন্স করলেন এই ক্যারিবায়ান অলরাউন্ডার, স্বপ্ন দেখতেই পারেন নাইট রাইডার্স সমর্থকরা। ২ বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেই দুরন্ত পারফরমেন্স আন্দ্রে রাসেলের। তাঁর দাপটেই সিরিজের প্রথম টি২০ ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ব্রিজটাউনে টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ফিল সল্টের সৌজন্যে দারুণ শুরু করেছিল ইংল্যান্ড। পাওয়ার প্লে–তে ওঠে ৭৭ রান। এরপর আন্দ্রে রাসেলের বলে আউট হন সল্ট। ২০ বলে তিনি করেন ৪০ রান। তিন নম্বরে নামা উইল জ্যাকসও দ্রুত গতিতে রান তোলার দিকে মনোযোগী হন। তবে বড় ইনিংস খেলতে পারেননি। ৯ বলে ১৭ রান করে আউট হন।
৯ ওভারেই ১০০ রানে পৌঁছে যায় ইংল্যান্ড। দলের ১১৭ রানের মাথায় আউট হন বাটলার। ৩১ বলে তিনি করেন ৩৯। এরপরই ছন্দপতন। শেষ ১১ ওভারে ইংল্যান্ড ৮ উইকেট হারিয়ে তোলে মাত্র ৭১ রান। ডাকেট করেন ১৪, লিয়াম লিভিংস্টোন ১৯ বলে করেন ২৭। ২ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দুরন্ত বোলিং করেন আন্দ্রে রাসেল। ১৯ রানে ৩ উইকেট তুলে নেন তিনি। ৫৪ রানে ৩ উইকেট নেন আলজারি জোসেফ। ২২ রানে ২ উইকেট রোমারিও শেফার্ড।
জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ভাল শুরু এনে দেন ব্রেন্ডন কিং। স্যাম কারেনের প্রথম ওভারেই দুটি ছক্কার সাহায্যে তোলেন ১৬ রান। ১২ বলে ২২ রান করে তৃতীয় ওভারে আউট হন কিং। ২১ বলে ৩৫ রান করেন কাইল মেয়ার্স। প্রথম ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৯৯ রান।
শেষ ১০ ওভারে তাদের প্রয়োজন ছিল ৭২। নিকোলাস পুরান (১৩), শিমরন হেটমায়ের (১) ব্যর্থ হলেও পাওয়েল ও রাসেলের ২১ বলে ৪৯ রানের জুটি ওয়েস্ট ইন্ডিজকে জয়ের দিকে এগিয়ে দেয়। ৩ চার ও ২ ছক্কার সাহায্যে ১৫ বলে ৩১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক পাওয়েল। ১৪ বলে রাসেলের ২৯ রানের অপরাজিত ইনিংসে রয়েছে ২টি করে চার ও ছক্কা। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নিয়েছেন লেগ স্পিনার রেহান আহমেদ। আরেক লেগ স্পিনার আদিল রশিদ ২৫ রানে নিয়েছেন ২ উইকেট। ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ১০০ উইকেটের মাইলস্টোনের পৌঁছলেন রশিদ।
❤ Support Us