Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১১, ২০২৩

স্বর্ণমন্দির সংলগ্ন এলাকায় আবার বিস্ফোরণ। পাঁচ সন্দেহভাজন গ্রেফতার

আরম্ভ ওয়েব ডেস্ক
স্বর্ণমন্দির সংলগ্ন এলাকায় আবার বিস্ফোরণ। পাঁচ সন্দেহভাজন গ্রেফতার

গভীর রাতে ফের স্বর্ণমন্দির সংলগ্ন এলাকায় নতুন আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটল। সূত্রের খবর, রাত একটা নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ। ধৃতদের জেরা চলছে বলে জানিয়েছেন পঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল। প্রসঙ্গত, চলতি মাসে এনিয়ে স্বর্ণমন্দির সংলগ্ন হেরিটেজ স্ট্রিটে তৃতীয় আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটল।

গতকাল রাতে হেরিটেজ স্ট্রিটে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তাতে হতাহতের কোনও খবর নেই। হেরিটেজ স্ট্রিটে প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে গত ৬ মে। ওই বিস্ফোরণে এক ব্যক্তি জখম হন। এছাড়া এলাকার কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বিস্ফোরণের ঘটনায়। এরপর গত সোমবার একই এলাকায় দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণেও একজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তবে বিস্ফোরণের পরে এলাকায় কোনও ডিটোনেটরের সন্ধান মেলেনি।

স্বর্ণমন্দির সংলগ্ন এলাকায় চলতি মাসে প্রথম সপ্তাহের শেষাশেষি থেকে লাগাতার যে বিস্ফোরণের ঘটনা ঘটায় উদ্বেগ ছড়িয়েছে। কারণ বছরভর হেরিটেজ স্ট্রিটে পর্যটকদের ভিড় লেগেই থাকে।

গতকাল গভীর রাতে বিস্ফোরণের পরে যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, এদিন সেব্যাপারে অমৃতসরে সাংবাদিক সম্মেলন করবে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের ডিজিপি এখবর জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত ধৃতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রের খবর, গত এক সপ্তাহের কম সময়ে পরপর তিনটি বিস্ফোরণ ঘটার পরে হেরিটেজ স্ট্রিটে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। এলাকায় গিয়ে পৌঁছেছেন ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল।

পঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল গৌরব যাদব এদিন টুইট করে জানিয়েছেন, যে পাঁচজনকে তৃতীয় এই বিস্ফোরণের পরে গ্রেফতার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরণ রহস্যের কিনারা হতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!