Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১৪, ২০২২

হিজাব বিতর্কে ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা জারি করল ইউরোপীয় ইউনিয়ন

আরম্ভ ওয়েব ডেস্ক
হিজাব বিতর্কে ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা জারি করল ইউরোপীয় ইউনিয়ন

হিজাব বিতর্কে এখনও অগ্নিগর্ভ ইরান। দু’মাস পার হয়ে গেলেও আন্দোলন থামার কোনও লক্ষণ নেই। এর মধ্যেই ইরানি নিরাপত্তা বাহিনীর হাতে আবার মৃত্যু হয়েছে বিক্ষোভকারীর। হিজাব আন্দোলনকারীদের বিরুদ্ধে দমনপীড়ন চালানের জন্য ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা জারি করল ইউরোপীয় ইউনিয়ন। সোমবার তারা প্রায় ৩০ জন ঊর্ধ্বতন ইরানি কর্তা এবং সরকারী সংস্থাকে কালো তালিকাভূক্ত করেছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীরা ব্রাসেলসে বৈঠক করছিলেন। সেই বৈঠকে ৩০ জন ঊর্ধ্বতন ইরানি কর্তা এবং সরকারী সংস্থাকে কালো তালিকাভূক্ত করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেহরান বিক্ষোভের জন্য প্রথম মৃত্যুদণ্ড জারি করার দিনেই, পররাষ্ট্র মন্ত্রীদের আশা ইউরোপীয় ইউনিয়ন তাঁদের এই পদক্ষেপে সম্মতি জানাবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বলেছেন, ‘‌আজ আমরা বিক্ষোভকারীদের দমনের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আরেকটি সিদ্ধান্ত অনুমোদন করতে যাচ্ছি।’‌
গত মাসে মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ দমন করার চেষ্টার জন্য ইউরোপীয় ইউনিয়ন ইরানের নীতি পুলিশ, বিপ্লবী গার্ড এবং আইটি মন্ত্রীর সম্পদ বাজেয়াপ্ত এবং ভিসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এদিকে তেহরান বর্ধিত নিষেধাজ্ঞার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে দৃঢ় প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক করেছে। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে ইরানের ড্রোন নির্মাতা এবং তিনজন শীর্ষ সামরিক কর্তার সম্পদ বাজেয়াপ্ত এবং ভিসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে কিছু সদস্য দেশ অস্ত্রের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা প্রসারিত করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে চাপ দিচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের একজন ঊর্ধ্বতন কর্তা বলেছেন যে, ইরানের রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের সম্ভাব্য প্রতিবেদনের তদন্ত চলছে। যদি তারা অস্ত্র পাঠায় তবে তেহরানের ওপর আরও নিষেধাজ্ঞা জারি করা হবে। বোরেল এখনও পর্যন্ত জানিয়েছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে ব্রাসেলসের কাছে কোন প্রমাণ নেই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!