Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৪, ২০২৩

অনুব্রতর বিপুল অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি, বাদ গেলো না সুকন্যা ও অনুব্রতর স্ত্রীর সম্পত্তিও

আরম্ভ ওয়েব ডেস্ক
অনুব্রতর বিপুল অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি, বাদ গেলো না সুকন্যা ও অনুব্রতর স্ত্রীর সম্পত্তিও

বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল ও তাঁর স্ত্রী, কন্যার বিপুল পরিমান সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এখন প্রশ্ন বীরভূমের এই পরাক্রমশালী তৃণমূল নেতা কি দেউলিয়া হয়ে গেলেন? ইডি গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের যে বিপুল পরিমাণের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে  সব মিলিয়ে তার অর্থমূল্য মোট ১১ কোটি ৫৬ লাখ টাকা। অনুব্রতর এই বিপুল অঙ্কের সম্পত্তি অ্যাটাচ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২৫টি অ্যাকাউন্টের টাকা অ্যাটাচ করা হয়েছে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। শুধু অনুব্রতরই নয়, তাঁর স্ত্রী ও কন্যার সম্পত্তিও অ্যাটাচ করেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। পাশাপাশি বীরভূমের তৃণমূল জেলা সভাপতির হিসেব রক্ষক মণীশ কোঠারিরও ২৬ লাখ টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে এর আগে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে চার্জশিট জমা করা হয়েছিল তাতে তারা উল্লেখ করেছিল গরু পাচার করে আনুমানিক ৪৮ কোটি টাকার সম্পত্তি করেছেন অনুব্রত মণ্ডল।

ইডির সন্দেহ , এই বিপুল অঙ্কের টাকার পুরোটাই গরু পাচারের কালো টাকা। সেই কালো টাকার একাংশই বাজেয়াপ্ত করার জন্য ইডির তরফে আদালতে আবেদন জানানো হয়েছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নিয়ম অনুযায়ী সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে প্রথম ধাপে প্রভিশনাল অ্যাটাচমেন্ট করা হয়। অনুব্রত, সুকন্যা, মণীশ কোঠারির সম্পত্তি প্রভিশনাল অ্যাটাচমেন্টের কথা আগের জমা দেওয়া চার্জশিটেই উল্লেখ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সেই সম্পত্তি পুরোপুরি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে দিল ইডি। এই সম্পত্তি যে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তাঁরা তৈরি করেছে, সেই বিষয়ে ইতিমধ্যেই প্রমাণ দিয়েছে ইডি এবং প্রসিড অব ক্রাইম হিসেবে এই সম্পত্তি অ্যাটাচ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এবার প্রশ্ন , তাহলে কি এবার দেউলিয়া হয়ে যাচ্ছেন বীরভূমের এক সময়ের বাঘ অনুব্রত মণ্ডল? বীরভূমের মানুষজন বলছেন, এখানেই শেষ নয়, এই পাহাড় প্রমাণ সম্পত্তি অ্যাটাচ করার পরে আরও সম্পত্তি হয়তো অনুব্রত মণ্ডলের আছে। এবার সেই গোপন সম্পত্তির খোঁজে আরও তদন্তে গতি বাড়াচ্ছে ইডি।ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের আত্মীয়দের সম্পত্তিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছে, ইডি অনুব্রতর আত্মীয়স্বজনদের সম্পত্তিও তদন্তের বাইরে রাখেনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!