- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৪, ২০২৩
টি২০ ক্রিকেটে ৪২৭ রান! বিশ্বরেকর্ডের ছড়াছড়ি ফুটবলের দেশ আর্জেন্টিনার

ফুটবলের দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত আর্জেন্টিনা। আর সেই দেশের হাতেই কিনা টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড! কম্মিককালে যাদের ক্রিকেট খেলার ব্যাপারে তেমন কোনও খবর শোনা যায়নি। অবাক করার মত ঘটনা হলেও এটাই বাস্তব। টি২০ ফরম্যাটে পুরুষ ও মহিলা ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড আর্জেন্টিনার দখলে। তবে শুধুমাত্র পুরুষদের ক্রিকেটে রেকর্ড অবশ্য নেপালের হাতেই রয়েছে।
এর আগে পুরুষ ও মহিলাদের ক্রিকেট মিলিয়ে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল বাহরিনের দখলে। গতবছর জিসিসি টুর্নামেন্টে সৌদি আরবের বিরুদ্ধে বাহরিন ১ উইকেট হারিয়ে ৩১৮ রান তুলেছিল। সেটাই ছিল দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। সেই রেকর্ড ভেঙে দিয়েছে আর্জেন্টিনা। চিলির বিরুদ্ধে টি২০ ক্রিকেটে ১ উইকেট হারিয়ে ৪২৭ রান তুলেছে লিওনেল মেসির দেশের মেয়েরা। পুরুষ ও মহিলাদের স্বীকৃত টি২০ ক্রিকেটে এটাই প্রথম ৪০০ রানের রেকর্ড।
শনিবার বুয়েনস আয়ারসে চিলির বিরুদ্ধে ৩ ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে ১ উইকেটে ৪২৭ রান তোলে আর্জেন্টিনা। আর্জেন্টিনার দুই ওপেনার সেঞ্চুরি করেন। ১৬৯ রান করেন লুসিয়া টেলর। মহিলাদের আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে এটা সর্বোচ্চ রানের রেকর্ড। ১৪৫ রানে অপরাজিত থাকেন আলবার্তা গালান। দুজনই ৮৪টি করে বল খেলেন। ওপেনিং জুটিতে দুজনে দুজনে তোলেন ৩৫০। এটাও যে কোনও উইকেটের জুটিতে তোলা সর্বোচ্চ রানের রেকর্ড।
ম্যাচে চিলির বোলাররা ৭৩ রান অতিরিক্ত দেন। এর মধ্যে নো বল ৬৪টি। এই দুটিই পুরুষ ও মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বরেকর্ড। ভেঙে গেল ২০১৯ সালে চিলির বিরুদ্ধে মেক্সিকোর বোলারদের ৩৯টি নো বলের রেকর্ড। এছাড়াও লুক্সেমবার্গের বিরুদ্ধে রোমানিয়ার ৭২ রান অতিরিক্ত দেওয়ার রেকর্ডও ভেঙে চুরমার।
ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৬৩ রানে গুটিয়ে যায় চিলি। ৩৬৪ রানের বিশাল ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা। এটাও সর্বোচ্চ ব্যবধানে জেতার বিশ্বরেকর্ড। এর আগে সর্বোচ্চ রানে জেতার রেকর্ড ছিল উগান্ডার। ২০১৯ সালে মালির বিরুদ্ধে জিতেছিল ৩০৪ রানে।
❤ Support Us