Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২২, ২০২৩

ইফতারের ট্রাকে জঙ্গি হামলা। নিহত পাঁচ সেনার স্মৃতিতে কাশ্মীরের সাঙ্গিওতে পালিত হল না ইদ

আরম্ভ ওয়েব ডেস্ক
ইফতারের ট্রাকে জঙ্গি হামলা। নিহত পাঁচ সেনার স্মৃতিতে কাশ্মীরের সাঙ্গিওতে পালিত হল না ইদ

জম্মু কাশ্মীরের পুঞ্চে যে সেনা ট্রাকে জঙ্গি হামলা হয়েছে, সেই ট্রাকে ইফতারের জন্যে নানা সামগ্রী বহন করা হচ্ছিল ছবির মতো সুন্দর স্থানীয় পাহাড়ি গ্রাম সাঙ্গিওতে। ট্রাকে ছিল ফলমূল ও অন্যান্য সামগ্রী। সেনা সূত্রের খবর, রাষ্ট্রীয় রাইফেলসের সেনাদের জন্যে স্থানীয় গ্রাম সাঙ্গিওতে সন্ধ্যা সাতটা নাগাদ ইফতার পার্টির আয়োজন করেছিল। কিন্তু খুশির ইদের আগেই গ্রামে পৌঁছেছে দুসংবাদ – রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচজন সেনা জঙ্গি আক্রমণে নিহত এবং অন্য আরেকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, তাঁর জখম গুরুতর।

সূত্রের খবর, বালাকোটের সদর থেকে রাষ্ট্রীয় রাইফেলসের কর্মীরা ইফতার সামগ্রী নিয়ে ফিরছিলেন। পথেই জঙ্গি হানার শিকার হলেন। জঙ্গিদের খোঁজে এলাকায় শুরু হয়েছে জোরদার তল্লাশি অভিযান। এমআই হেলিকপ্টার, একাধিক ড্রোন ও স্নিফার ডগ কাজে লাগিয়ে জঙ্গিদের হদিশ পাওয়ার চেষ্টা চলছে। জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। ওই টিমের নেতৃত্বে রয়েছেন ইন্সপে্ক্টর জেনারেল পদমর্যাদার একজন আধিকারিক। তাছাড়া রাজ্য পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল মুকেশ সিং এবং জম্মুকাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছেন। পার্শ্ববর্তী রাজৌরি জেলায় শিবির করে রয়েছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, জঙ্গিদের হদিশ না মিললেও জিজ্ঞাসাবাদের জন্যে কয়েক ডজন গ্রামবাসীকে আটক করা হয়েছে।

সাঙ্গিওতে গ্রামে নেমে এসেছে বিষাদের ছায়া। এই গ্রামের জনসংখ্যা চার হাজারের মতো। গ্রামবাসীরা জানালেন, পাঁচ সেনার মৃত্যুতে এবার তাঁরা ইদের খুশি পালন করবেন না। শুধুমাত্র নমাজ পড়ে এবছর নমো নমো করে সারা হবে ইদ। শনিবার ইদের দিনে গ্রামজুড়ে বিষাদ। মৃত পাঁচ সেনার প্রতি শ্রদ্ধা জানাতে এবছর ইদের খুশিতে মেতে না ওঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন গ্রামপ্রধান মুকতিয়াজ খান।

গুরুতর জখম এক সেনা এখন হাসপাতালে ভর্তি। তদন্তকারীরা জানিয়েছেন, কয়েকজন জঙ্গি ট্রাকের ওপর হামলা চালিয়েছে বিভিন্ন দিক থেকে। ট্রাকে নিক্ষেপ করা হয়েছে গ্রেনেডও।

এই হামলার পরে ভারতের দাবি, যে জঙ্গিরা হামলা চালিয়েছে তারা সকলেই পাকিস্তানি। গত একবছরের বেশি সময় ধরে ওই জঙ্গিরা রাজৌরি এবং পঞ্চ জেলায় বসবাস করছিল এবং সেনার ওপর হামলার পরিকল্পনা চালিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!