Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৬, ২০২৩

‌জাপানকে চূর্ণ করে পুরুষ হকিতে সোনা ভারতের, সঙ্গে প্যারিসের ছাড়পত্র

আরম্ভ ওয়েব ডেস্ক
‌জাপানকে চূর্ণ করে পুরুষ হকিতে সোনা ভারতের, সঙ্গে প্যারিসের ছাড়পত্র

প্রতিযোগিতার শুরু থেকেই চূড়ান্ত দাপট। ফাইনালে সেই দাপট অব্যাহত। ফাইনালে জাপানকে ৫–১ ব্যবধানে চূর্ণ করে এশিয়ান গেমসে পুরুষদের হকিতে সোনা জিতে নিল ভারত। একই সঙ্গে পেয়ে গেল ২০২৪ প্যারিস অলিম্পিকের ছাড়পত্রও। গোটা প্রতিযোগিতায় চূড়ান্ত ধারাবাহিকতা দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হল ভারত। এই নিয়ে চতুর্থবার সোনা জিতল ভারত।
জিতলেই প্যারিস অলিম্পিকের ছাড়পত্র। তাই দুই দলই এদিন ফাইনালে জিততে মরিয়া ছিল। কিন্তু জাপান কার্যত উড়িয়ে গেল ভারতের কাছে। ম্যাচের শুরুটা দেখে মনে হয়নি এত সহজে জয় আসবে। বরং প্রথম কোয়ার্টারে জাপান কিছুটা ঘাড়ে চেপে বসেছিল ভারতে। প্রথম কোয়ার্টারের একেবারে শেষ লগ্নে পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি ভারত। দ্বিতীয় কোয়ার্টার থেকে ছবিটা অবশ্য বদলে যায়। ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করেন হরমনপ্রীত সিং, মনদীপ সিং, অভিষেক, গুরজন্ত সিংরা। ১৭ মিনিটে আরও একটা পেনাল্টি কর্নার পায় ভারত। এবারও লক্ষ্যভদ করতে ব্যর্থ অমিত রোহিদাস। গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভারতকে। রিভার্স হিটে গোল করে ভারতকে এগিয়ে দেন মনপ্রীত সিং। প্রথমার্ধে খেলার ফল থাকে ১–০।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার পেনাল্টি কর্নার পায় ভারত। এবার অবশ্য লক্ষ্যভেদে ভুল হয়নি। হার্দিকের পেনাল্টি কর্নার মনদীপ থামিয়ে দিলে জোরালো হিটে গোল করেন হরমনপ্রীত। খেলার বয়স তখন ৩২ মিনিট। মিনিট চারেক পর পেনাল্টি কর্নার থেকেই ৩–০ করেন অমিত রোহিদাস। ৪৮ মিনিটে হার্দিকে কাছ থেকে বল পেয়ে জাপানের ম্যাচে ফেরার আশা শেষ করে দেন অভিষেক। মিনিট তিনেক পর পেনাল্টি কর্নার থেকে জাপানের হয়ে ব্যবধান কমান তানাকা সেরেন। ৫৯ মিনটে পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে ভারতের হয়ে পঞ্চম গোলটি করেন অধিনায়ক হরমনপ্রীত সিং।
এশিয়ান গেমসে এই নিয়ে চতুর্থবার সোনা জিতল ভারতীয় পুরুষ দল। শেষবার জিতেছিল ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার ইনচিওনে। তার আগে ১৯৬৬ ও ১৯৯৮ সালে সোনা জিতেছিল ভারত। এবার হরমনপ্রীত সিংদের হাত ধরেই এলো কাঙ্ক্ষিত সোনা। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে সোনা জিতেছিল জাপান। ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!