- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ২, ২০২৩
৪০ বছরের পুরনো পিটি ঊষার জাতীয় রেকর্ড স্পর্শ বিথ্যা রামরাজের

এশিয়ান গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে চমক দেখালেন ভারতীয় অ্যাথলিট বিথ্যা রামরাজ। মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে ৪০ বছর আগের পিটি ঊষার রেকর্ড স্পর্শ করেছেন। এশিয়ান গেমসে মহিলাদের ৪০০ মিটার হার্ডলসের হিটে ৫৫.৪২ সেকেন্ড সময় নিয়ে ফাইনালে উঠেছেন বিথ্যা রামরাজ। ৪০ বছর আগে অলিম্পিকে এই সময় করেছিলেন পিটি ঊষা। এই রেকর্ড এতদিন এককভাবে তাঁর দখলেই ছিল। এবার তাতে ভাগ বসালেন রামরাজ।
শুধু পিটি ঊষার রেকর্ড স্পর্শ করাই নয়, ভারতীয় অ্যাথলেটিক্সে গর্বের মুহূর্তও। এশিয়ান গেমসে মহিলাদের হার্ডলসের হিটে প্রথম ৫ জনের মধ্যে জায়গা করে নিয়ে ফাইনালে উঠেছেন বিথ্যা রামরাজ। নিজের হিটে তিনি শীর্ষে ছিলেন। এটাই রামরাজের সেরা পারফরমেন্স। এর আগে তাঁর সেরা সময় ছিলে ৫৫.৮৩। এবছর ইন্ডিয়ান গ্রাঁ প্রি–তে তিনি এই সময় করেছিলেন। সেবার একটুর জন্য ভারতীয় কিংবদন্তীর রেকর্ড স্পর্শ করতে পারেননি। মঙ্গলবার পদকের লড়াইয়ে নামবেন বিথ্যা রামরাজ।
২৪ বছর বয়সী তামিলনাডুর বিথ্যা ও নিথ্যা রামরাজ যমজ বোন। দুজনই এবার এশিয়ান গেমসে ট্র্যাকে নেমেছেন। তামিলনাডুর দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন দুই বোন। নানারকম প্রতিকূলতা অতিক্রম করে এশিয়ান গেমসে ছাড়পত্র পেয়েছিলেন। বিথ্যা রামরাজ চমক দেখালেও নিত্যা অবশ্য ব্যর্থ।
ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অবশ্য ভারতীয় অ্যাথলিটদের কাছে ভাল দিন। পুরুষদের লং জাম্পে রুপো জিতেছেন মুরালি শ্রীশঙ্কর। রুপো জেতার পথে তিনি লাফান ৮.১৯ মিটার। ৮.২২ মিটার লাফিয়ে সোনা জিতেছেন চীনের ওয়াং জিয়ানান। মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন সীমা পুনিয়া। মহিলাদের হেপ্টাথলনে ব্রোঞ্জ জিতেছেন নন্দিনী আগাসারা। চূড়ান্ত নাটক শেষে রবিবার মহিলাদের ১০০ মিটার হার্ডলসে রুপো জিতেছিলেন জ্যোতি ইয়ারাজি।
❤ Support Us