Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৪, ২০২৪

বন্যায় মৃত ৪৬ জন , আসামে ক্রমশ ভয়ংকর বন্যা পরিস্থিতি

আরম্ভ ওয়েব ডেস্ক
বন্যায় মৃত ৪৬ জন , আসামে ক্রমশ ভয়ংকর বন্যা পরিস্থিতি

আসামে বন্যায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। বন্যার জলে ডুবে বুধবার রাজ্যে আটজনের মৃত্যু হয়েছে।
আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (ASDMA) রিপোর্ট অনুসারে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় সোনিতপুর জেলায় ২ জন, মরিগাঁও, ডিব্রুগড়, দাররাং, গোলাঘাট, বিশ্বনাথ ও তিনসুকিয়া জেলায় একজন করে মোট ৮ জনের ম্ৃত্যুর খবর পাওয়া গেছে। মোট মৃতের সংখ্যা ৪৬ জন এবং অন্য ৩ জন নিখোঁজ।
রাজ্যের সামগ্রিক বন্যা পরিস্থিতি এখনও সংকটজনক। বন্যার দ্বিতীয় তরঙ্গে ২৯টি জেলার ১৬.২৫লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো গোয়ালপাড়া, নগাঁও, নলবাড়ি, কামরূপ, মরিগাঁও, ডিব্রুগড়, সোনিতপুর, লখিমপুর, দক্ষিণ সালমারা, ধুবরি, জোড়হাট, চরাইদেও, হোজাই, করিমগঞ্জ, শিবসাগর, বোঙ্গাইগাঁও, বারপেটা, ধেমাজি, হাইলাকান্দি, গোলাঘাট, দারনাথ, দারোয়ান। কাছাড়, কামরুপ (এম), তিনসুকিয়া, কার্বি আংলং, চিরাং,পশ্চিম কার্বি আংলং পশ্চিম, মাজুলি।
সবচেয়ে বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ধুবড়ির মানুষ ২২৩২১০ জন, তারপরে দাররাং-এ ১৯৩৭৩৮জন, লখিমপুরে ১৬৬০৬৩জন, গোলাঘাটে ১০৬৫৯৪ জন, নলবাড়িতে ১০৫৩৬৬ জন, কাছাড়ে ১০৫৫৬২ জন, বরিশাল জেলায় ৭৮৯৩২ জন। মরিগাঁওয়ে ৫৫৪৫৯ , মাজুলিতে ৫৪৪০৪, শিবসাগরে ৫৪৫২৩, বিশ্বনাথ জেলায় ৫২৩৭৭ জন।
১০৫টি রাজস্ব সার্কেলের অধীনে ২৮০০টি গ্রাম এখনও জলের নিচে এবং বন্যার জলে ৩৯৪৫১.৫১হেক্টর ফসলি জমি প্লাবিত হয়েছে।
৩.৮৬লাখেরও বেশি মানুষ ২৪টি বন্যা কবলিত জেলায় প্রশাসন কর্তৃক স্থাপিত ৫১৫টি ত্রাণ শিবির এবং বিতরণ কেন্দ্রে আশ্রয় নিচ্ছে।
এএসডিএমএ জানিয়েছে যে ১১২০১৬৫টি প্রাণীও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।এনডিআরএফ, এসডিআরএফ, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস, প্রশাসন, ভারতীয় সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর উদ্ধারকারী দল বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে । বুধবার ৮৩৭৭ জনকে উদ্ধার করেছে।
গত ২৪ ঘণ্টায় বন্যায় ১০০টি রাস্তা, ১৪টি সেতু, ৭টি বাঁধ ও ৪টি অন্যান্য বাঁধ ভেঙ্গে পড়েছে।
ব্রহ্মপুত্র নদ ও এর উপনদীর জলস্তর ব্রহ্মপুত্রের নেয়ামতিঘাট, তেজপুর, ধুবরি, গুয়াহাটি ও গোয়ালপাড়া সহ অনেক জায়গায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেইসাথে সুবানসিরির বাদাটিঘাট, দিখৌয়ের শিবসাগর, নাংলামুরাঘাট, দিসাং, ধানসিড়ির (এস) উপর নুমালিগড়, কপিলির কামপুর ও ধরমতুল, এপি ঘাট, বিপি ঘাট, ছোটবক্র ও বরাকের উপর ফুলেট্রাক, ধলেশ্বরীতে ঘারমুরা, কাটাখালের মাটিজুরি এবং কুশিয়ারার করিমগঞ্জ এও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!