Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৭, ২০২৩

সরকারি সফরের নামে বিধায়ক-চেয়ারম্যানরা সবান্ধব ঘুরছেন ! ক্ষুব্ধ স্পিকার

আরম্ভ ওয়েব ডেস্ক
সরকারি সফরের নামে বিধায়ক-চেয়ারম্যানরা সবান্ধব ঘুরছেন !  ক্ষুব্ধ স্পিকার

বিভিন্ন জায়গায় সরকারি সফর, স্টাডি টুর। সরকারি খরচে সেসব জায়গায় যাওয়ার কথা বিধানসভার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সদস্যদের। কমিটির চেয়ারম্যান, বিধায়করা সাধারণত এ ধরনের টুরে যান। তবে সম্প্রতি দেখা গিয়েছে, এ ধরনের স্টাডি টুরের জন্য মাত্রাতিরিক্ত খরচ হচ্ছে। কিন্তু কেন? কারণ জানতে পেরে কার্যত ক্ষুব্ধ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সবকটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানকে সতর্ক করে দিলেন তিনি। এ বিষয়ে সাবধানী হতে বললেন তাঁদের। নিয়মের বাইরে বেরিয়ে কোনও স্টাডি টুর হলে কড়া শাস্তি হবে বলেও হুঁশিয়ারি দিলেন।

 

কেন স্টাডি টুরের খরচ এত বেশি? বিধানসভা সূত্রে জানা গেছে , সম্প্রতি কয়েকটি জেলা প্রশাসনের তরফে বেশ কিছু অভিযোগ এসেছে স্পিকারের কাছে। যেমন পুরুলিয়া জেল পরিদর্শনে যাওয়ার কথা ছিল কমিটির মোট ১২ জন সদস্যের। কিন্তু সেখানে গিয়ে পৌঁছেছেন ৫৪ জন! জেলা প্রশাসনকেই এত জনের যাওয়ার যাবতীয় ব্যবস্থাপনা করতে হয়। সেক্ষেত্রে ১২ জনের বদলে ৫৪ জনের জন্য ব্যবস্থা করা কার্যতই সমস্যার ও ব্যয়সাপেক্ষ।

 

এই বিষয় খোঁজখবর নিয়ে জানা গেছে যে শুধু কমিটির চেয়ারম্যান বা সদস্যরাই নন, সরকারি খরচে এই ধরণের পরিদর্শনে যাচ্ছেন তাঁদের স্ত্রী, বন্ধুবান্ধব, আত্মীয়রাও। ফলে লোকসংখ্যা বাড়ছে এবং খরচের বহরও বেড়ে যাচ্ছে। শুক্রবার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানদের সঙ্গে এই সংক্রান্ত বৈঠকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রীতিমতো কড়া ধমক দেন তাঁদের , যাঁরা এই ধরণের বেনিয়ম করেছেন পরিদর্শনের নামে। স্পিকার বুঝিয়ে দেন, এসব স্টাডি টুর ঘুরে বেড়ানোর জন্য নয়, এসব সম্পূর্ণ কাজের জন্য। আর এই স্টাডি টুরে অধিক লোকজন, আত্মীয়-বন্ধু নিয়ে যাওয়া একেবারেই নিয়মবিরুদ্ধ। এর ফলে সরকারি কোষাগারে চাপ পড়ে। তাই এবার থেকে একেবারেই আড়ম্বর নয়। নির্দিষ্ট সংখ্যক সদস্যই যাবেন। এদিন স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নিয়মিত হাজিরা নিয়েও ক্ষোভপ্রকাশ করেন স্পিকার।

 

যে রাজ্যের সরকার সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিতে পারে না, তা নিয়ে রাস্তায় বসে আন্দোলন করতে হয় সরকারি কর্মচারীদের, সেই রাজ্যের বিধায়করা এই বেহিসেবি খরচ করার ভাবনা ভাবেন কী করে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তাদের অভিযোগ, এর ফলেই বোঝা যায় সরকার যারা চালাচ্ছেন তাদের রাজ্যের মানুষের প্রতি দায়বদ্ধতা বিন্দুমাত্র নেই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!