Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২০, ২০২৩

পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে মোর্চা সহ অন্তত ১২টি সংগঠন এক, বৈঠক করলেন গুরুংরা !

আরম্ভ ওয়েব ডেস্ক
পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে মোর্চা সহ অন্তত ১২টি  সংগঠন এক, বৈঠক করলেন গুরুংরা !

লোকসভা নির্বাচন এলেই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি ওঠে। সামনেই লোকসভা নির্বাচন। তাই আবার উত্তরবঙ্গকে পৃথক রাজ্য়ের দাবিকে কেন্দ্র করে জোট পাকানো শুরু করে দিল মোর্চা সহ অন্তত ১২টি  সংগঠন, উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবিতে উপস্থিত মোর্চা সহ ১২টি সংগঠন বৈঠকও করল। কেপিপি, মোর্চা নেতৃত্বের মধ্য়ে এনিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকী সমস্ত সংগঠন মিলে আলাদা করে এক ছাতার তলায় আসার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত কালচিনি ব্লকের দলসিং পাড়া গোর্খা ভবনে এই বৈঠক হয়েছে বলে জানা গেছে। সেখানে খোদ বিমল গুরুং, কেপিপির সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়র মতো নেতৃত্ব উপস্থিত ছিলেন।

এর আগেও পৃথক রাজ্য়ের দাবিতে কাছাকাছি এসেছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্য়াসোসিয়েশন, কেপিপি, মোর্চা সহ একাধিক সংগঠন। ফের অন্তত ১২টা সংগঠন এক ছাতার তলায় আসার উদ্যোগ শুরু হয়েছে। অতীতে পাহাড়ে, ডুয়ার্সে দিনের পর দিন এই দাবি নিয়ে আন্দোলন হয়েছে। এবার মোর্চা সহ ১২টি সংগঠন এক হওয়ায় আবার কী পাহাড়, ডুয়ার্সে অশান্তির মেঘ ঘনাচ্ছে ?

পুজোর মুখে এই বৈঠকে সেই সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না । তবে সূত্রের খবর, কিছুদিন আগেও এনিয়ে মিটিং করেছিলেন বিমল গুরুংরা। সাম্প্রতিক কালের মধ্যে এটা দ্বিতীয় মিটিং। জানা যাচ্ছে উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবিতে গঠিত ফ্রন্টের নাম শিলিগুড়ি থেকে ঘোষণা করা হতে পারে। ইতিমধ্য়েই রাজ্যের গোয়েন্দা দফতরও এই বিষয়ে সতর্ক নজর রাখছে।

জানা যাচ্ছে মোর্চা সহ ১২টি সংগঠনের এই বৈঠক প্রায় ৩ ঘণ্টা ধরে হয়েছে। উত্তরবঙ্গে বঞ্চনার শিকার, বৈঠকে এই দাবি প্রাধান্য পেয়েছে।  তাঁদের দাবি, কলকাতা থেকে উত্তরবঙ্গকে শাসন করা আর নয়। এখানকার উন্নয়নের জন্য আলাদা রাজ্য গঠন এখন সময়ের দাবি।

এদিকে গোর্খাল্যান্ডের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব মোর্চা নেতা বিমল গুরুং। দীর্ঘদিন ধরে তিনি অন্তরালেও ছিলেন। পরে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে তিনি দার্জিলিংয়ে ফিরে এসেছেন। তবে তৃণমূলের সঙ্গে সুহৃদ আপাতত বিমলের নেই বলেই খবর। তৃণমূলের হাত ধরে পাহাড়ে প্রবেশ করে আবার তিনি স্বমহিমায় ফিরে এসেছেন।

পৃথক কামতাপুরির দাবিতে কেপিপি একটা সময় তীব্র আন্দোলন গড়ে তুলেছিল, তবে বিগত বেশ  কয়েক বছর ধরে সেই আন্দোলনও আর সেই জায়গায় নেই। তবে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজ বর্তমানে রাজ্যসভার সাংসদ। এখনও কিন্তু পৃথক রাজ্যের দাবি থেকে তিনি পুরোপুরি সরেননি। অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠাবার সময় বামেরা এই আশংকায় প্রশ্ন তুলেছিল, এখন বামেদের সেই অনুমান কী মিলে যাচ্ছে?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!