Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • আগস্ট ৩১, ২০২৩

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ৫ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৩ জনের মৃত্যু হয়েছে

আরম্ভ ওয়েব ডেস্ক
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ৫ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৩ জনের মৃত্যু হয়েছে

বৃহস্পতিবার মধ্য জোহানেসবার্গে একটি পাঁচতলা ভবনে আগুন লেগে ৬৩ জনেরও বেশি লোক মারা গেছে, দক্ষিণ আফ্রিকার শহরের জরুরি পরিষেবা বিভাগ এই খবর জানিয়েছে। জরুরী ব্যবস্থাপনা পরিষেবার মুখপাত্র রবার্ট মুলাউদজি বলেছেন, আরও ৪৩ জন এই অগ্নিকাণ্ডের ফলে আহত হয়েছেন, কয়েকজন ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাসের সমস্যায় ভুগছেন,  স্থানীয় হাসপাতালে গুরুতর আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

মুলাউদজি বলেছেন, “আমরা এখন ৬৩ জন নিহত এবং ৪৩ জন আহতের খবর পেয়েছি যাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”  অগ্নিনির্বাপক কর্মীদের তৎপরতায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে । এখন এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

মুলাউদজি স্থানীয় সংবাদ মাধ্যম  এনসিএ-কে বলেছেন, “আমরা এই দেহ উদ্ধারের জন্যওই পাঁচ তলা ভবনটির সমস্ত তলায় অনুসন্ধান চালাচ্ছি।”

ঘটনাস্থলে থাকা এএফপির প্রতিবেদক জানান, জরুরী পরিষেবা কর্মীরা আগুন লেগে যাওয়া ওই ভবনটি  থেকে পুড়ে যাওয়া মৃতদেহগুলি বের করে আনার কাজ চালিয়ে যাচ্ছে, বাইরের রাস্তায় কম্বল ও চাদর বিছিয়ে তার ওপর মৃতদেহগুলি রাখা হচ্ছে।

মুলাউদজি বলেছিলেন, “এটি সত্যিই জোহানেসবার্গ শহরের জন্য একটি দুঃখের দিন, ২০ বছরের বেশি আমি চাকরিতে, আমি কখনও এরকম ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে দেখিনি।”

গভীর রাতে কী করে এই আগুন লেগেছে সেই কারণ এখনও স্পষ্ট নয়। মুলাউদজি জানান, যে ভবনটি খালি করা হয়েছে, সেটি দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক কেন্দ্রের ব্যবসায়িক জেলা হিসেবে একটি বঞ্চিত এলাকায় অবস্থিত এবং এটি একটি অপরিকল্পিত বন্দোবস্ত হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তিনি বলেন, আগুন লাগার সময় “অনেক লোক” ভিতরে আটকা পড়ে থাকতে পারে। তবে এই ভবনটিতে অনেকে অবৈধভাবে থাকতেন।

আগুনের তাহা থেকে অগ্নিদগ্ধ মানুষদের উদ্ধার করতে অ্যাম্বুল্যান্স ওই লাল এবং সাদা পোড়া ভবনটির জানালার সামনে পৌঁছোবার  পর সেই জায়গায় বহু মানুষ জড়ো হয়, তবে পুলিশ জায়গাটা ঘেরাও করে ফেলে। বহিরাগতদের সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি।  শহরের কেন্দ্রস্থলে অব্যবহৃত এই ভবনগুলোতে অবৈধ দখলের কাজ ব্যাপক হরে চলছে, অপরাধী সিন্ডিকেট এই দখলদারি নিয়ন্ত্রণ করে এবং দখলদারদের কাছ থেকে ভাড়া আদায় করে বলে পুলিশ জানাচ্ছে।

গত জুন মাসে, জোহানেসবার্গে একটি জরাজীর্ণ ভবনে আগুন লেগে যায় এবং একটি অ্যাপার্টমেন্টে আটকে থাকা দশ বছরের কম বয়সী দুই শিশুর এই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!