Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২, ২০২৪

অভিষেক ম্যাচেই দুরন্ত বোলিং বার্টলেটের, ৮ উইকেটে জিতল অস্ট্রেলিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিষেক ম্যাচেই দুরন্ত বোলিং বার্টলেটের, ৮ উইকেটে জিতল অস্ট্রেলিয়া

কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার জাতীয় দলে সুযোগ পাওয়ার খবর পেয়েছিলেন অ্যান্থনি ইয়ান ক্রিস্টোফার ডডমেডের কাছ থেকে। যিনি টনি ডডমেড নামে পরিচিত। অল্পের জন্য সেই ডডমেডের রেকর্ড ভাঙতে পারলেন না জাভিয়ের বার্টলেট। অভিষেক ম্যাচে দুরন্ত বোলিং করে ১৭ রানে তুলে নিলেন ৪ উইকেট। তাঁর দুরন্ত বোলিংয়ের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ৮ উইকেটে জিতল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার হয়ে একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচে সেরা বোলিং ডডমেডের। ১১৯৮৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে পার্থে ২১ রানে ৫ উইকেট তুলে নিয়েছিলেন। ডডমেড এখন অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক। তাঁর কাছ থেকেই জাতীয় দলে সুযোগ পাওয়ার খবর পেয়েছিলেন বার্টলেট। তাঁর হাতেই অক্ষত থেকে গেল ডডমেডের রেকর্ড। ডডমেডের রেকর্ড ভাঙতে না পারলেও দলের জয়ের ভিত গড়ে দেন বার্টলেট।
কামিন্স না থাকায় দলকে নেতৃত্ব দেন স্টিভ স্মিথ। টস জিতে তিনি ফিল্ডিং নেন। বল তুলে দেন অভিষেককারী দুই জোরে বোলার ল্যান্স মরিস ও বার্টলেটের হাতে। শুরু থেকেই বার্টলেট ছিলেন দারুণ ছন্দে। তৃতীয় বলেই জাস্টিন গ্রিভসের (‌১)‌ স্টাম্প ছিটকে দেন। পরের ওভারে ফেরান অ্যালিক অ্যাথানেজকে (‌৫)‌। সাই হোপও (‌১২)‌ তাঁর শিকার। কেসি কার্টি (‌৮৮)‌ ও রস্টন চেজের (‌৫৯)‌ সৌজন্যে ৪৮.‌৮ ওভারে ২২৩১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ৯ ওভার বোলিং করে ১ মেডেনসহ ১৭ রানে ৪ উইকেট তুলে নেন বার্টলেট। শন অ্যাবট ও ক্যামেরন গ্রিন ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ২৩২ রান তাড়া করতে নেমে শুরুতেই ট্রাভিস হেডের (‌৪)‌ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে দলকে চাপে পড়তে দেননি জস ইংলিস, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিনরা। ৪৩ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন ইংলিস। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয় এনে দেন স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন। ৭৯ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন স্মিথ। ১০৪ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন গ্রিন। ৬৯ বল বাকি থাকতেই ২৩২/২ রান তুলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!