- এই মুহূর্তে প্রচ্ছদ রচনা
- আগস্ট ৩১, ২০২২
কংগ্রেসের অভন্তরীন কোন্দলে দল ছাড়তে বাধ্য হয়েছেন আজাদ!
কংগ্রেস দলের সদ্যপ্রাক্তন নেতা গুলাম নবি আজাদ জানিয়েছেন, দল ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। তাঁর বক্তব্য, মোদী কেবলই একটি অজুহাত মাত্র !

চিত্র সংগৃহীত
কংগ্রেস দলের সদ্যপ্রাক্তন নেতা গুলাম নবি আজাদ জানিয়েছেন, দল ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। তাঁর বক্তব্য, দল ছাড়ার প্রসঙ্গে বারবার মোদীর নাম সামনে আসছে, কিন্তু মোদী কেবলই একটি অজুহাত মাত্র ! তিনি জি২৩ নেতৃত্বকে যেই চিঠিটি লিখেছিলেন সেটাই সমস্যা তৈরি করেছে। কংগ্রেস নেতৃত্ব চায় না, কেউ তাঁদের চিঠি লিখুক, তাঁদের নিয়ে প্রশ্ন তুলুক। বহুবার বৈঠক ডাকা হয়েছে কিন্তু প্রবীণ নেতাদের একটি পরামর্শও মেনে চলেননি শীর্ষ নেতৃত্ব।
তাঁর পদত্যাগপত্রে আজাদ দলনেত্রী সনিয়া গান্ধীকে, রাহুল গান্ধী সম্পর্কে অভিযোগ করে লিখেছিলেন, রাহুল গান্ধির জন্যই কংগ্রেসের অভ্যন্তরে সামগ্রিক আলোচনার পরিবেশ নষ্ট হয়েছে। দলের প্রবীণ নেতারদের সরিয়ে দেওয়া হয়েছে ও তাঁদের বদলে অনভিজ্ঞ এবং অনুগত্যেদের বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ইতিমধ্যে আজাদের মোদী-প্রবনতা দেখে প্রশ্ন উঠছে, আজাদ কী বিজেপির ঘনিষ্ঠ কোনও রাজনৈতিক দল গড়বার লক্ষ্য করছেন? এই প্রশ্নের উত্তর স্বরুপ আজাদ জানালেন, তাঁর নাম না-নিয়ে রাহুল গান্ধী আগে অভিযোগ তুলেছিলেন দলের কেউ কেউ বিজেপির সঙ্গে গোপনে যোগাযোগ রাখেছন। তাঁরা কংগ্রেস ছাড়লে দলের কোনও অসুবিধা হবে না। এই সব অপবাদ বাধ্য করেছিল প্রবীন নেতাকে দলত্যাগের সিদ্ধান্ত নিতে। সেই কারণেই দল ছাড়বার পরে মোদীর ভূয়ষী প্রশংসা করেন আজাদ। তিনি জানান, মোদী সম্পর্কে আগে তাঁর মন্দ ধারণা ছিল। পরে বুঝতে পারেন সেই ধারণা সম্পূর্ণ ভুল।
❤ Support Us