Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১১, ২০২৩

দেশে ফিরেই নেতৃত্ব হারাতে চলেছেন বাবর আজম

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশে ফিরেই নেতৃত্ব হারাতে চলেছেন বাবর আজম

ইংল্যান্ডের বিরুদ্ধেই কি শেষবারের মতো ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরে মাঠে নামলেন বাবর আজম?‌ ইতিমধ্যেই বাবরকে নেতৃত্ব থেকে সরানোর ব্যাপারে সোচ্চার পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। কঠিন সময়ে দেশের ক্রিকেট বোর্ডকেও পাশে পাননি বাবর আজম। দেশে ফিরে তাঁর নেতৃত্ব যে যাচ্ছে, সেকথা নিশ্চিতভাবেই বলা যায়।
আইসিসি–র র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থেকেই বিশ্বকাপ অভিযান শুরু করেছিল পাকিস্তান। দেশের ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা গগনচুম্বী ছিল। কিন্তু প্রত্যাশাপূরণ করতে পারেননি বাবর আজমরা। তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচনায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা। ছকের বাইরে একটু এদিক–ওদিক হলেই পরিস্থিতি সামাল দিতে পারেননি। ব্যাট হাতেও নিজেকে মেলে ধরতে পারেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে ৮ ম্যাচে করেছেন ২৮২ রান। ৪টি হাফ সেঞ্চুরি করেছেন। তবে বিশ্বকাপে তাঁর পারফরমেন্স বাবরসুলভ নয়। দলের কঠিন সময়ে নিজেকে মেলে ধরতে পারেননি। বেশ কয়েকটা ম্যাচে উইকেট ছুঁড়ে দিয়েছেন। তাঁর নরম মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন দেশের প্রাক্তন ক্রিকেটাররা।
একদিকে দেশের প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনা, অন্যদিকে ক্রিকেট বোর্ডকে পাশে না পেয়ে বিশ্বকাপ চলাকালীনই নেতৃত্ব ছেড়ে দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করেছিলেন বাবর আজম। পরে সেই সিদ্ধান্ত বদল করেন। দেশে ফিরে ফিরেই নেতৃত্বের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ইডেনে শুক্রবার নেতৃত্বের ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজার সঙ্গে কথা বলেন বাবর আজম। তবে পাক অধিনায়ক মনে করছেন, তাঁর খেলার ওপর নেতৃত্ব কোনও প্রভাব ফেলছে না। তবে বাবর আজম স্বীকার করে নিয়েছে, বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী তিনি পারফরমেন্স করতে পারেননি।
নিজের পারফরমেন্স প্রসঙ্গে বাবর আজম বলেন, ‘‌বিশ্বকাপে আমার যেরকম পারফরমেন্স করা উচিত ছিল, করতে পারিনি। সেযি কারণে সবাই বলছে আমি চাপে আছি। আমার ওপর কোনও চাপ নেই। দেশের প্রাক্তন ক্রিকেটাররা টিভি শো–তে নানা রকম পরামর্শ দিচ্ছেন। সবার কাছেই তো আমার ফোন নম্বর আছে। যদি পরামর্শ দেওয়ার ইচ্ছে থাকত, আমাকে ফোন করে কিংবা বার্তা পাঠিয়ে পরামর্শ দিতে পারত।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!