- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২২, ২০২৪
জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের বিরুদ্ধে পোস্টার ঘিরে জল্পনা বাদুড়িয়ায়

ফের তোলাবাজির অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। এবার অভিযোগ উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা বাদুড়িয়া ব্লক তৃণমূল নেতা বুরহানুল মুকাদ্দিম ওরফে লিটনের বিরুদ্ধে। শিক্ষা কর্মাধ্যক্ষের নামে বাদুড়িয়ার একাধিক জায়গায় পোস্টার পড়েছে। তাতে লেখা, ‘পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়ার নাম করে দলের কর্মীদের থেকে তোলাবাজি। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে দলীয় কর্মীসহ সাধারণ মানুষের কাছ থেকে তোলাবাজি, পুরসভার টোল ট্যাক্সের নামে তোলাবাজির জবাব চাই।
‘বসিরহাট জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটি’–র নামে এই পোস্টার ঘিরে একদিকে যেমন তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব সামনে চলে এসেছে পাশাপাশি বাদুড়িয়া সহ উত্তর ২৪ পরগনার রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। যদিও যার বিরুদ্ধে পোস্টার সেই বুরহানুল মুকাদ্দিম(লিটন) এর সাথে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাকে বহুবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি । এই বিষয়ে তৃণমূলের বসিরহাট জেলার চেয়ারম্যান সরোজ ব্যানার্জি বলেন, এইসব অভিযোগ ভিত্তিহীন । এর পেছনে ষড়যন্ত্র আছে। বসিরহাট জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটি বলে কোন সংগঠনের অস্তিত্ব আছে বলে আমার জানা নেই।’ সরোজবাবু বলেন, ‘পঞ্চায়েত ভোট মিটে গেছে বহুদিন আগে। তবে এতদিন পরে কেন পোস্টার মেরে অভিযোগ তোলা হচ্ছে। কোন অভিযোগ থাকলে সেই সময় উঠত। এটা বিরোধীদের চক্রান্ত।’
উল্লেখ্য এর আগেও বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলামের সন্ধান চেয়ে ‘বসিরহাট জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটি’–র পোস্টার ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান সরোজ ব্যানার্জি আরও বলেন, সম্বন্ধে তিনি বলেন, বসিরহাট জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটি নামে এরকম ধরনের কোন কমিটি আছে আমার জানা নেই । হাতে পেন আছে যে যার মত লিখে দিতে পারে । কম্পিউটারে দু’ চারটে পোস্টার ছাপাও কোন ব্যাপার নয়। তবে রাজনৈতির মহলের ধারণা , স্থানীয় সাংসদ হাজি নুরুলের প্রয়ানে খুব শিগগির বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বুরহানুল মুকাদ্দিন লিটন ওউ আসনের প্রার্থী হবার জন্য চেষ্টা চালাচ্ছেন। তার বিরুদ্ধ গোষ্ঠী তার বিরুদ্ধের এখন থেকেই উঠে পড়ে লেগেছে।
❤ Support Us