- দে । শ
- নভেম্বর ২৭, ২০২৩
বাংলাদেশ দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকায় নতুন ১০০ মুখ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন নয়, বার্তা হাসিনার
রাজনীতি আসলে সময় ও সম্ভাবনার খেলা। প্রতিবেশি দেশের প্ৰধান রাজনৈতিক দল আওয়ামী লীগ সেই সময়ের প্রয়োজনে কৌশল পরিবর্তন করেই সেদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে । দলের তরফে এই বার্তা দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।রবিবার বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। জোট শরিকদের ছেড়ে দেওয়া আসনগুলো মিলিয়ে মোট ১০৪টি আসনে নতুন মুখ অগ্রাধিকার পেয়েছে। মনোনয়ন তালিকায় আছেন ২২ মহিলা প্রার্থী। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে মনোনয়ন পেয়েছেন ৩৪ জন।
চলতি মাসের ৩০ তারিখ সেদেশে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। তার আগেই আওয়ামী লীগসহ নির্বাচনে অংশ নেওয়া সব দল মনোনয়ন চূড়ান্ত করতে হবে। সংবাদ সংস্থা সূত্রে খবর ২৭ নভেম্বর, বিকেলে সে দেশের বিরোধী দল জাতীয় পার্টি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবে । অন্যদিকে বিএনপি সহ বেশ কিছু দল এই নির্বাচনে অংশগ্রহনে নারাজ । তারা শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড়।এপ্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি দুষ্কর্মের সহযোগী খুঁজে বেড়াচ্ছে। বনধ-অবরোধ ও বোমাবাজি করে নির্বাচনকে ওরা বানচাল করতে চাইছে, তবে তাদের সেই চেষ্টা সফল করতে তারা পারবে না।
রবিবার বিকেলে ঢাকার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন প্রাপ্তদের নামের তালিকা ঘোষণা করা হয়। প্রার্থী তালিকায় নতুন মুখ প্রায় ১০০।তারকাদের মধ্যে নতুন মনোনয়ন পেয়েছেন ঢাকা-১০ আসনে অভিনেতা নায়ক ফেরদৌস এবং মাগুরা-১ আসন থেকে সে দেশের ক্রিকেটার সাকিব আল হাসান। নড়াইল-২ গতবারের বিজেতা ক্রিকেটার মাশরাফি বিন মোর্তুজাকে এবারেও একই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গোপালগঞ্জ-৩, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালী -৫ আসন থেকে মনোনয়ন পেয়েছেন। এবার গত মন্ত্রীসভার ছয় সদস্য, তিনজন পূর্ণ মন্ত্রী এবং তিন প্রতি মন্ত্রী সহ বাদ পড়েছেন আরো কয়েকজন হেভিওয়েট প্রার্থী।বাদ পড়েছেন গতবারের ৬০ জন সাংসদ সহ বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রাক্তন সচিব থেকে সেনাকর্তা ।নারায়ণগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২ আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি। সেখানকার প্রার্থী তালিকা পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
রবিবার বিকেলে ঢাকার গণভবনে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মনোনয়ন প্রাপ্তদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে তাঁর স্পষ্টবার্তা, সেদেশের ১২তম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত না হন, তা নিশ্চিত করা জরুরি । অর্থাৎ বিরোধীহীন নির্বাচন প্রক্রিয়া নিয়ে যাতে ভবিষ্যতে প্রশ্ন না ওঠে সেই প্রক্রিয়াকেই সুনিশ্চিত করতে চায় তাঁর দল। তিনি বৈঠকে বলেন, “বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাশ করে আসতে পারবেন না। অন্য দলের প্রার্থী না থাকলে প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে।” দলীয় প্রতীকের প্রার্থীর পাশাপাশি দলের যে কোনও নেতা বা যে কোনও ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারবে বলে জানিয়েছেন তিনি।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, দলে অনেক নতুন মুখ এসেছেন।সৎ, যোগ্যতা এবং দলের কাজে একনিষ্ঠদের অগ্রাধিকার দেওয়া হয়েছে ।
ইউরোপের বিভিন্ন দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করতে চাইছে, এর বিরোধীতায় দেশে, বিদেশে সরব হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লিগের শীর্ষ স্থানীয় নেতারা। এবার প্ৰাথমিক মনোনয়নের তালিকা প্রকাশ করে, বিদেশি কূটনৈতিকদের কড়া বার্তা দিয়েছে হাসিনার দল, মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।তবে অন্য দিকে আরেকটি প্ৰশ্নও ঘুরপাক খাচ্ছে পড়শি দেশের রাজনৈতিক অলিন্দে, আওয়ামী লিগ যে ১৪ দলকে সঙ্গে নিয়ে জোট গড়েছিল তাদের ভবিষ্যত কী ? তারা আওয়ামী লীগের সঙ্গেই জোট করে নির্বাচন লড়বে, তা এখনো স্পষ্ট নয়।
❤ Support Us