Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ১, ২০২৩

‌ভারতীয় ক্রিকেটের নতুন স্পনসর হল ড্রিম ইলেভেন

আরম্ভ ওয়েব ডেস্ক
‌ভারতীয় ক্রিকেটের নতুন স্পনসর হল ড্রিম ইলেভেন

অবশেষে স্পনসর সমস্যা মিটল ভারতীয় ক্রিকেটে। ভারতীয় ক্রিকেট বোর্ডের মূল স্পনসর হিসেবে যুক্ত হল ড্রিম ইলেভেন। এই সংস্থার সঙ্গে তিন বছরের চুক্তি করা হয়েছে। তিন বছরে ৩৫৮ কোটি টাকা ভারতীয় ক্রিকেট বোর্ডকে দেবে ড্রিম ইলেভেন।

এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পনসর ছিল বাইজুস। ২০১৮ সাল থেকে তারা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান স্পনসর হিসেবে যুক্ত ছিল। কিন্তু আর্থিক সমস্যার কারণে গত বছর তারা স্পনসরশিপ থেকে সরে দাঁড়ায়। তারপর আর নতুন কোনও স্পনসর পায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে ভারতীয় পুরুষ এবং মহিলা ক্রিকেট দলের জার্সিতে কোনও স্পনসরশিপের লোগো ছিল না। বিশ্বকাপের আগে সেই শূন্যস্থান পূরণ করল ড্রিম ইলেভেন।

বাইজুস সরে যাওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন স্পনসর খুঁজছিল। কিন্তু কোনও সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ডের আর্থিক চাহিদা পূরণ করতে পারছিল না। ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছিল ন্যূনতম ৩৫০ কোটি টাকার স্পনসর। কিন্তু এত টাকা দিতে কোনও সংস্থা এগিয়ে আসেনি। শেষ পর্যন্ত ড্রিম ইলেভেন ৩৫৮ কোটি টাকা দিতে রাজি হয়েছে।

ড্রিম ইলেভেনের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক নতুন নয়। কয়েক বছর ধরেই তারা ভারতীয় ক্রিকেটে বিনিয়োগ করে এসেছে। ২০২০ সালের আইপিএলেও তারা মূল স্পনসর ছিল। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সরাসরি যুক্ত হল ড্রিম ইলেভেন। তারা আসার আগেই কিটস স্পনসর হিসেবে অ্যাডিডাসের সঙ্গে চুক্তি করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার মূল স্পনসর হিসেবে চলে এল ড্রিম ইলেভেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি অনুসারে দ্বিপাক্ষিক সিরিজে ড্রিম ইলেভেন প্রতিটা ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে দেবে ৩ কোটি করে টাকা। আর আইসিসি–র প্রতিযোগিতার জন্য দেবে ১ কোটি করে টাকা। এর আগে বাইজুসের সঙ্গে চুক্তি অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ড প্রতিটা ম্যাচের জন্য সাড়ে ৫ কোটি করে পেত। আর আইসিসি–র ম্যাচের জন্য পেত ১.‌৭ কোটি করে। চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই ভারতীয় দলের জার্সিতে ড্রিম ইলেভেনের লোগো দেখা যাবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!