- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ৪, ২০২৫
রাত পোহালেই শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন।প্রধান অতিথি ভুটানের রাজা

৫ ও ৬ ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে অষ্টম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুদিনের সম্মেলনে অংশ নেবেন বিশ্বের মোট ২০ দেশের প্রতিনিধিরা।
রাত পোহালেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৫, সে নিয়ে রাজ্য প্রশাসনিক মহলে সাজো সাজো রব। ফেব্রুয়ারি ৫-৬ তারিখে রাজ্যে বসছে সম্মেলনের আসর। মুকেশ আম্বানি, জিন্দালদের মতো দেশের তাবড় শিল্পপতিদের উপস্থিতি, অন্যদিকে বিশ্বের ২০টি দেশের শিল্পপ্রতিনিধিদের উপস্থিতি, মহানগরিতে চাঁদের হাট। শহর সেজে উঠেছে বেঙ্গল মিনস বিজনেস’- এর বড় বড় হোর্ডিং ও ব্যানারে। সম্মেলন কক্ষে থাকবে বাংলার স্বকীয় হস্তশিল্প – বাঁকুড়ার টেরাকোটার প্রদর্শনী। পুরুলিয়ার ছৌ নাচ-সহ বাংলার নিজস্ব ঘরানার নামগানের সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পপতি, বণিকসভা, প্রশাসক ও স্থানীয় উদ্যোগপতিদের উপস্থিতিতে এ যেন আলিশান মিলনক্ষেত্র। ভারি শিল্প থেকে ক্ষুদ্র শিল্প – তথ্যপ্রযুক্তি, চামড়া থেকে টেক্সটাইল, কৃষিভিত্তিক পণ্য থেকে কুটির শিল্প, পর্যটন-সহ একাধিক ক্ষেত্রে লগ্নি টানবার বিষয়ে বিশেষ জোর দিচ্ছে রাজ্য।
আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এই শিল্প সম্মেলন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে গুরুত্বপূর্ণ। সেই সম্মেলন নিয়ে প্রস্তুতির দিকে নজর থাকবে আজ। বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন অনুষ্ঠানের। এবারের বাণিজ্য সম্মেলন বেশি গুরুত্বপূর্ণ আরও একটি কারণে। তা হল এবছর সিআইআই ও ফিকির জাতীয় কর্মসমিতির বৈঠক বসছে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারেই। অনুষ্ঠানের উদ্বোধনের আগেই মুখ্যমন্ত্রী এই দুই বণিকসভার সম্মেলনে অংশ নেবেন। বেলা ১২ টা থেকে শুরু হবে রেজিস্ট্রেশন। নবান্ন সূত্রের খবর, বিকেল পাঁচটা থেকে থাকবে ‘ইন্টারন্যাশনাল সেশন’। দেশভিত্তিক বৈঠকে বাংলায় লগ্নি করবার জন্য নতুন করে আহ্বান জানানো হবে। এই সময়ে মুখ্যমন্ত্রী ইকো পার্কে রাত্রিবাস করতে পারেন।
এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অতিথিদের তালিকায় রয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন এবং ভুটানের রাজা জিগমে খোসার নামগেল ওয়াংচুক৷ ফলে মুর্শিদাবাদ জেলার মধ্যে দিয়ে ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা গতি পেতে পারে। ভুটানের সঙ্গে বাংলার দীর্ঘ সীমান্ত রয়েছে, বাংলার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের উন্নতি ঘটাতে বেশ কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। বাংলায় শিল্পের জন্য অনুকূল পরিস্থিতি রয়েছে। রাজ্যে শিল্পবান্ধব সরকার রয়েছে, আছে উন্নত পরিবহণ, বিদ্যুৎ ব্যবস্থা- উন্নত পরিকাঠামোর বাতাবরণের এই বার্তা দিয়েই শিল্প সম্মেলন থেকে বড় বিনিয়োগ টানার আশা রাখছে তৃণমূল সরকার।তারকাখচিত বাণিজ্যযজ্ঞে উপস্থিত থাকবে জার্মানি থেকে জাপান তথা ইউরোপের নামী বণিকমহলের প্রতিনিধিরা।
এদিকে মঙ্গলবার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আগে নবান্নে মন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, সেই বৈঠকে বেশ কিছু নীতিগত সিদ্ধান্তে সরকারি অনুমোদন দিতে পারেন তিনি। শিল্প সংক্রান্ত বিষয়ে কোনও ছাড়পত্রের প্রয়োজনের কারণেই এই বৈঠক ডাকা হয়েছে বলেও খবর।
❤ Support Us