Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২৮, ২০২৪

‌‌নাটকীয় ফাইনালে মুর্শিদাবাদ কুইন্সকে ৫ রানে হারিয় মহিলাদের প্রো লিগ জিতল কলকাতা টাইগার্স

আরম্ভ ওয়েব ডেস্ক
‌‌নাটকীয় ফাইনালে মুর্শিদাবাদ কুইন্সকে ৫ রানে হারিয় মহিলাদের প্রো লিগ জিতল কলকাতা টাইগার্স

মহিলাদের বেঙ্গল প্রো টি২০ ক্রিকেট লিগে প্রতিযোগিতার শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিল মুর্শিদাবাদ কুইন্স। ৭ ম্যাচে ৬টিতে জিতে সেমিফাইনালে উঠে এসেছিল। সেমিফাইনালে উড়িয়ে দিয়েছিল মেদিনীপুর উইজার্ডসকে। কিন্তু ফাইনালে এসে শেষরক্ষা হল না। নাটকীয় ফাইনালে মুর্শিদাবাদ কুইন্সকে ৫ রানে হারিয়ে মহিলাদের বেঙ্গল প্রো টি২০ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হল কলকাতা টাইগার্স। দুরন্ত ব্যাটিং ও বোলিং করে দলকে জয় এনে দেন মিতা পাল।
প্রতিযোগিতার লিগ পর্বে কিন্তু নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি কলকাতা টাইগার্স। ৭ ম্যাচে মাত্র ৩টিতে জয় পেয়েছিল। হেরেছিল ৩টিতে। ১টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। কিন্তু ফাইনালে এসে বাজি মাত করে গেল। ইডেনে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১০ রানের বেশি তুলতে পারেনি কলকাতা টাইগার্স। মিতা পাল করেন ২৪ রান। ইপ্সিতা মণ্ডল ৩৭ রান করে অপরাজিত থাকেন। মুর্শিদাবাদ কুইন্সের হয়ে প্রিয়াঙ্কা পাল ১৮ রানে ২ উইকেট নেন।
মুর্শিদাবাদ কুইন্সের যা ব্যাটিং শক্তি, জয়ের জন্য ১১১ রান খুব একটি কঠিন ছিল না। কিন্তু মিতা পাল, অঙ্কিতা মান্না, মমতা কিস্কুদের বোলিংয়ে সামনে সেভাবে জ্বলে উঠতে পারেননি মুর্শিদাবাদ কুইন্সের ব্যাটাররা। ২০ ওভারে ৯ উইকেটে ১০৫ রানে থেমে যায় মুর্শিদাবাদ। সঙ্গীতা পাত্র করেন ৪৫। ব্যাটের পর বল হাতেও সফল মিতা পাল। ১৭ রানে তুলে নেন ২ উইকেট। ১০ রানে ২ উইকেট পান মমতা কিস্কু, ১৪ রানে ২ উইকেট অঙ্কিতা মান্নার। ফাইনালের সেরা হয়েছেন কলকাতা টাইগার্সের মিতা পাল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!