- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১৯, ২০২৪
বেঙ্গল প্রো টি২০ লিগে জিতল মুর্শিদাবাদ কুইন্স, আবার হার মনোজের হারবার ডায়মন্ডসের
বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে রাঢ় টাইগার্স ৭ উইকেটে উড়িয়ে দিল মেদিনীপুর উইজার্ডসকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১০৭ রান তোলে মেদিনীপুর উইজার্ডস। সর্বোচ্চ ৩৯ রান করেন তৃষিতা সরকার। ২৬ রানে ২ উইকেট নেন রেমনদিনা খাতুন। ব্যাট করতে নেমে ১৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৮ রান তুলে ম্যাচ জিতে নেয় রাঢ় টাইগার্স। ৫৭ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন অঙ্কিতা চক্রবর্তী।
মহিলাদের অন্য ম্যাচে মুর্শিদাবাদ কুইন্স ৪৯ রানের হারিয়েছে স্মাশার্স মালদাকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১২২ রান তোলে মুর্শিদাবাদ কুইন্স। ঋতিকা পাল ও অদ্রিজা সরকার দুজনেই ২৭ রান করে করেন। স্মাশার্স মালদার পিয়ালী ঘোষ ও রিয়া কুমারী মাহাতো ২টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে প্রিয়াঙ্কা সরকারের দুরন্ত বোলিংয়ের সামনে ২০ ওভারে ৮ উইকেটে ৭৩ রানের বেশি তুলতে পারেনি স্মাশার্স মালদা। ১৫ রানে ৪ উইকেট নেন প্রিয়াঙ্কা সরকার। ১৩ রানে ২ উইকেট নেন সন্দীপ্তা পাত্র।
পুরুষদের ম্যাচে করণ লালের ঝুলন্ত অলরাউন্ড পারফরমেন্সের সুবাদে কলকাতা টাইগার্স ৭ উইকেটে হারিয়েছে হারবার ডায়মন্ডসকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান তোলে হারবার ডায়মন্ডস। অধিনায়ক মনোজ তেওয়ারি ৩৯ বলে ৪৫ রান করেন। করন লাল ২ রানে ২ উইকেট নেন। এছাড়া অনন্ত সাহা ও সায়ন ঘোষ ২টি করে উইকেট পান।
ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৪ রান করে জয় তুলে নেয় কলকাতা টাইগার্স। ৬২ রান করে অপরাজিত থাকেন করন লাল। অধিনায়ক অভিষেক পোড়েল ২৩ বলে করেন ৩০ রান।
❤ Support Us