- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১১, ২০২৪
আজ শুরু বহু প্রতীক্ষিত বেঙ্গল প্রো টি২০ লিগ, জমকালো উদ্বোধনে থাকছে চমক

আজ শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত বেঙ্গল প্রো টি২০ ক্রিকেট লিগ। উদ্বোধনী ম্যাচে ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে শিলিগুড়ি স্ট্রাইকার্স ও হারবার ডায়মন্ডস।
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে এবারের বেঙ্গল প্রো টি২০ লিগ। উদ্বোধনে কোনও খামতি রাখছে না সিএবি। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন টলিউড ও বলিউডের একঝাঁক তারকা। টলিউজের জিৎ গাঙ্গুলি, রুক্মিণীর সঙ্গে বলিউডের সেনসেশন নুসরত নুসরত ভারুচ্চা। বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর পুরুষ ও মহিলা উভয় দলের অধিনায়কদের সঙ্গে পরিচয় পর্ব সারা হবে। পরিচয় পর্ব শেষে অধিনায়করা শপথ দেবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধে ৭টায় শিলিগুড়ি স্ট্রাইকার্স এবং হারবার ডায়মন্ডস প্রথম ম্যাচে মুখোমুখি হবে। হারবার ডায়মন্ডসকে নেতৃত্ব দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি। ঋত্বিক রায়চৌধুরি শিলিগুড়ি স্ট্রাইকার্সের নেতৃত্বে।
২৮ জুন প্রতিযোগিতার ফাইনাল। পুরুষদের সমস্ত ম্যাচ ইডেন গার্ডেন্সে হবে। মহিলাদের লিগ শুরু হবে ১২ জুন থেকে। মহিলাদের সব ম্যাচ হবে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে। ফাইনাল হবে ইডেনে, ২৮ জুন। টসের মু্দ্রায় চমক থাকছে। পুরুষদের ম্যাচের টসের কয়েনে একদিকে থাকছে সৌরভ গাঙ্গুলির ছবি। আর মেয়েদের ম্যাচে টসের কয়েনে থাকবে ঝুলন গোস্বামীর মুখ।
❤ Support Us