- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১৮, ২০২৪
টানা তিন ম্যাচ জিতে সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করল বাংলা

সন্তোষ ট্রফি মূল পর্বে দারুণ গতিতে এগিয়ে চলেছে বাংলা। প্রথম দুটি ম্যাচে হারিয়েছিল জম্মু-কাশ্মীর ও তেলেঙ্গানাকে। তৃতীয় ম্যাচে রাজস্থানকে হারিয়ে টানা তিনটি জয় তুলে নিল বাংলা। একই সঙ্গে দুটি ম্যাচ বাকি থাকতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলল। এদিন রাজস্থানের বিরুদ্ধে জয় এল ২-০ ব্যবধানে। বাংলার হয়ে গোল দুটি করেন রবিলাল মান্ডি ও নরহরি শ্রেষ্ঠা।
রাজস্থানের বিরুদ্ধে এদিন প্রথম একাদশে দুটি পরিবর্তন করেন বাংলার কোচ সঞ্জয় সেন। শুরু থেকেই মাঠে নামিয়ে ছিলেন ইসরাফিল দেওয়ান ও সুপ্রিয় পণ্ডিতকে। তাতেও বাংলার আক্রমণের ঝাঁঝ বিন্দুমাত্র কমেনি। শুরু থেকেই একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসছিলেন ইসরাফিল দেওয়ান, রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা, রবিলাল মান্ডিরা। কিন্তু পেনিট্রেটিভ জোনে খেই হারিয়ে ফেলায় তিন কাঠি ভেদ করতে পারছিলেন না নরহরিরা। অবশেষে প্রথমার্ধের ইনজুরি সময়ে এগিয়ে যায় বাংলা। একক প্রয়াসে বল নিয়ে এগিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে বাঁপায়ের জোরালো শটে গোল করেন রবি লাল মান্ডি। পরের মিনিটেই ব্যবধান বাড়াতে পারত বাংলা। ইসরাফিল দেওয়ানের সেন্টারে হেড করেছিলেন সুপ্রিয় পণ্ডিত। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
বিরতিতে দু’টি পরিবর্তন করেন বাংলার কোচ সঞ্জয় সেন। গোলকিপার আদিত্য পাত্রের জায়গায় নামান সৌরভ সামন্তকে । আর ইসরাফিল দেওয়ানের পরিবর্তে মাঠে নিয়ে আসেন আবু সুফিয়ান শেখকে। ৫৫ মিনিটেই দ্বিতীয় গোল পেয়ে যায় বাংলা । রবিলালের ফ্রিকিক ধরার জন্য এগিয়ে এসেছিলেন রাজস্থান গোলকিপার গৌরব কুমার সিং। গৌরব বল ধরার আগেই হেডে জালে পাঠান নরহরি শ্রেষ্ঠা। ৭৭ মিনিটে আবু সুফিয়ানের সেন্টার ধরে রাজস্থানের জালে বল পাঠিয়েছিলেন অরিত্র ঘোষ । কিন্তু অফসাইডের জন্য সেই গোল বাতিল করেন রেফারি। তেলেঙ্গানার বিরুদ্ধে ম্যাচের পরে বুধবারও ম্যাচ সেরা হন রবিলাল।
টানা তিন ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর ফুটবলারদের কৃতিত্ব দিয়েছেন বাংলার কোচ সঞ্জয় সেন। বলছেন, “এই কৃতিত্ব ছেলেদের । প্রতিটি ম্যাচ ধরে এগোচ্ছে দল । কারণ স্কোরবোর্ড প্রতিটি ম্যাচের আগে শূন্যই থাকে । তাই তিন ম্যাচ জয় অবশ্যই আনন্দের । তবে আত্মতুষ্টির নয় । কারণ পরবর্তী দুই প্রতিপক্ষ যথেষ্ট শক্তিশালী । জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য । তবে এটা ঠিক, তিন জয়ে বাকি দু’ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকল।” গ্রুপ লিগে বাংলা শেষ দুটি ম্যাচ খেলবে সার্ভিসেস ও মনিপুরের বিরুদ্ধে।
❤ Support Us