Advertisement
  • এই মুহূর্তে
  • জুলাই ৪, ২০২২

ফুলের নয়, আড়ম্বরহীন লাল পতাকায় ঢেকে শেষযাত্রা, দেহদান হল তরুণের

আরম্ভ ওয়েব ডেস্ক
ফুলের নয়, আড়ম্বরহীন লাল পতাকায় ঢেকে শেষযাত্রা, দেহদান হল তরুণের

মৃত্যর পরেও কোনওরকম আড়ম্বর চাননি তিনি। তাঁর শেষ ইচ্ছাকেই সম্মান জানিয়ে  পরিচালকের পরিবার  তরুণের মরনোত্তর দেহ এসএসকেএম হাসপাতালকে দান করল । নন্দন বা রবীন্দ্রসদনেও  তাঁকে  নিয়ে যাওয়া হোক তা তিনি চাননি । তাঁর এই ইচ্ছাকে সম্মান দিতে চায় রাজ্য সরকার। ৯২ বছর বয়সি পরিচালকের  দেহ নিয়ে যাওয়া হয়েছে এনটিওয়ান স্টুডিওয়। সেখানেই অনুরাগীরা শেষশ্রদ্ধা জানান ।  অনুরাগীদের হাতে ছিল না ফুল কিংবা মালা । তরুণ বাবু চেয়েছিলেন  আড়ম্বরহীন শেষ যাত্রা। আর তাইতো  গায়ে লাল পতাকা আর বুকে গীতাঞ্জলি জড়িয়ে এনটিওয়ান থেকে এসএসকেএমে গেলেন ।

এসএসকেএম হাসপাতালে সোমবার সকালে শ্রদ্ধা জানাতে আসেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূল বিধায়ক মদন মিত্র। হাসপাতালে শেষ পর্যন্ত ছিলেন রাজ্যের আর এক মন্ত্রী ইন্দ্রনীল সেন, সিপিএম নেতা সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ, কান্তি গঙ্গোপাধ্যায়, মধুছন্দা দেব। দুপুর ২টো ৪২ মিনিট নাগাদ এসএসকেএম হাসপাতাল থেকে বার করে আনা হয় তরুণ মজুমদারের দেহ।

তিনি জানতেন, সিনেমাপাড়ার যাত্রা কখনও ফুরোয় না এসএসকেএমে পরিচালককে শেষ শ্রদ্ধা জানিয়ে সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়
বলেন, ‘ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, বাঁশপাহাড়িতে সাত দিন ধরে রেইকি করছিলেন। বলতেন আমি শেষ জীবনের শেষ ছবিটা করবই। চিত্রনাট্যও লিখেছিলেন। পারলেন না। ‘ এক জন মানবদরদি, বামপন্থীমনস্ক পরিচালক সিনেমাজগতেও নতুন বিপ্লব আনতে চেয়েছিলেন। ‘

এনটিওয়ান স্টুডিয়োতে পরিচালকের অফিসের সামনে অভিনেত্রী দেবশ্রী রায়, দেবদূত ঘোষ, ভাস্বর চট্টোপাধ্যায়, দোলন রায়, বোধিসত্ত্ব মজুমদার, সুমন্ত্র মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় শেষ শ্রদ্ধা জানান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!