Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১, ২০২৪

অর্থনীতিবিদ বিবেক দেবরায় প্রয়াত, শোকজ্ঞাপন মোদি-মমতার

আরম্ভ ওয়েব ডেস্ক
অর্থনীতিবিদ বিবেক দেবরায় প্রয়াত, শোকজ্ঞাপন মোদি-মমতার

প্রয়াত প্রখ্যাত অর্থনীতিবিদ এবং প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরায় । অন্ত্রজনিত সমস্যা নিয়ে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । শুক্রবার সকালে সেখানেই তাঁর প্রয়াণ ঘটে । বয়স হয়েছিল ৬৯ বছর । তাঁর মৃত্যুতে শোকাহত গোটা দেশ ৷

বাংলার এই মেধাবী সন্তান ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন । নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এই প্রাক্তন ছাত্র পরে প্রেসিডেন্সি কলেজ, দিল্লি স্কুল অফ ইকোনমিক্স, এবং কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে পড়াশুনো করেছেন । অধ্যাপনা করেছেন দেশ এবং বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে । পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং ইউএনডিপির প্রজেক্ট অন লিগাল রিফর্মসের ডিরেক্টরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন । তাঁর নেতৃত্বেই কেন্দ্রীয় রেল এবং সাধারণ বাজেটের একত্রীকরণ হয় । প্রধানমন্ত্রীর অর্থনৈতিক পরামর্শদাতা পরিষদের চেয়ারম্যান হিসাবেও গুরু দায়িত্ব পালন করেছেন । শুধু অর্থনীতিতেই নয়, ইতিহাস, সংস্কৃতি,ভারতীয় আধ্যাত্মিকতাবাদের ওপর তাঁর গবেষণা এবং লেখা গুরুত্বপূর্ণ ।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, আধ্যাত্মিকতা এবং আরও নানা বিষয়ে তাঁর বিপুল প্রজ্ঞা ছিল । তাঁর কাজের মধ্যে দিয়ে ভারতের বৌদ্ধিক ক্ষেত্রে তিনি স্থায়ী ছাপ রেখে গিয়েছেন ।’

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘প্রখ্যাত অর্থনীতিবিদ এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরায়ের অকালপ্রয়াণে আমি শোকাহত। বাংলার এক গুণী সন্তান এবং এক সুপ্রসিদ্ধ পণ্ডিত ছিলেন তিনি । তিনি আমাদের স্মৃতিতে থাকবেন । মৃতের পরিবার-পরিজনদের সমবেদনা জানাই ।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!