Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৪, ২০২৩

২৩-এ ভারতে মার্কিন রাষ্ট্রদূত পদে আবারও গার্সিট্টি

আরম্ভ ওয়েব ডেস্ক
২৩-এ ভারতে মার্কিন রাষ্ট্রদূত পদে আবারও গার্সিট্টি

ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে র্নিযুক্ত হলেন এরিক এম গার্সেট্টি। ২০২২ এর পর আবারও তাকে ভারতে মার্কিন রাষ্ট্রদূত রূপে বেছে নিল জো বাইডেন প্রশাসন।

বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরামর্শদাতা জাঁ পিয়ের হোয়াইট হাউসে এক সাংবাদিক বৈঠকে মিলিত হন। সংবাদমাধ্যম সূত্রে খবর, সেই বৈঠকে এরিক এম গার্সেট্টির নাম ভারতে মার্কিন রাষ্ট্রদূত রূপে ঘোষিত হয়। ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বিবেচনা করেই লস এঞ্জেলসের এই প্রাক্তন গভর্নরের নাম স্থির করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০২১ সালে ক্ষমতায়  আসার পরই জুলাই মাসে প্রস্তাব উঠেছিল গারসেট্টিকে ভারতে রাষ্ট্রদূত করবার। কিন্তু বহুদিন ধরে এই প্রস্তাব বিবেচনাধীন অবস্থায় পড়েছিল।তাঁর ঘনিষ্ঠ মহলের ধারণা, তাঁর বিরুদ্ধে থাকা যৌন হেনস্থার অভিযোগের জন্যই এই কালবিলম্ব। কিন্তু গার্সেট্টি বার বারই তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন। শেষ পর্যন্ত গত বছর জানুয়ারিতে তিনি মনোনীত হন ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে। এদিন তাঁকে আবারও পূর্ণ ক্ষমতায় স্বপদে বহাল রাখল বাইডেন সরকার।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!