- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ৯, ২০২৪
শুভেন্দু অধিকারীর জন্য সন্দেশখালিতে বাড়ি ভাড়া নিল গেরুয়া শিবির। অশান্তির আশঙ্কা তৃণমূল, বামেদের
শুভেন্দু অধিকারীর জন্য সন্দেশখালিরতে বাড়ি ভাড়া নিচ্ছে বিজেপি। সন্দেশখালির ঘটনার পর বসিরহাট কেন্দ্র এখন চর্চার বিষয়। শুভেন্দু সন্দেশখালিতে থাকা নিয়ে তৃণমূল আশংকা করছে বিজেপি সন্দেশখালির উত্তেজনা বহাল রাখার চেষ্টা চালাবে এবং সেখানে অশান্তি পাকানোর চেষ্টা চালিয়ে যাবে। এই আশংকা শুধু যে তৃণমূলের তা নয়। সিপিএম প্রার্থী নিরাপদ সর্দারও তেমনই আশংকা করছেন।
সন্দেশখালির পাত্র পাড়ায় বাড়ি রেখা পাত্রকে বিজেপি লোকসভায় প্রার্থী করার পর আরও চর্চায় চলে এসেছে বসিরহাট কেন্দ্র। জানা গেছে, ভোট উপলক্ষে শুভেন্দু সন্দেশখালিতে মাঝে মধ্যেই এসে থাকবেন। সেজন্য আস্ত একটি বাড়ি ভাড়াও করা হয়েছে সন্দেশখালি পুকুরপাড়া এলাকায়। সন্দেশখালি থানা , বিডিও অফিস পেরিয়ে ১০ বিঘার ওপর বাগান ঘেরা বাড়িটির মালিক বাদল দাস। পেশায় ঠিকাদার বাদলবাবু বিজেপির সমর্থক। ব্যবসায়িক কারণে থাকেন সোনারপুরে। বাদল দাস বলেন, ‘গ্রামবাসী ও দলের তরফ থেকে বলা হল শুভেন্দুবাবুর জন্য থাকার জায়গাটা দিতে। তার জন্য উপযুক্ত ভাড়া মিলবে। বাড়িটা ফাঁকাই পড়ে ছিল। এই প্রস্তাবে রাজি হয়ে গেলাম।’ তিনি বলেন, দাদা ( শুভেন্দু অধিকারী) থাকবেন বলে বাড়িটি ৩ মাসের জন্য ভাড়া নিয়েছে দল। মাসে ২০ হাজার টাকা ভাড়া। কিছু টাকা অগ্রিম দিয়েছে আমাকে।’ দোতলা বাড়ি। নিচের তলায় ২ টি ঘর, একটা বারান্দা রয়েছে। দোতলায় ১ টি ঘর। শুভেন্দু এসে সেখানেই থাকবেন বলে জানা গেছে। আর এই খবর চাউর হতেই আশংকা তৈরি হয়েছে তৃণমূল শিবিরে। এলাকায় অশান্তি এবং কেন্দ্রীয় বাহিনীকে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করতে একটা কোন বড় যড়যন্ত্র রয়েছে এর পেছনে। নইলে বসিরহাট কেন্দ্রের ভোটে শুভেন্দুর এই প্রত্যন্ত এলাকায় ডেরা বাঁধার কারণ কী থাকতে পারে? সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘যে কেউ, যেখানে খুশি থাকতে পারেন। শুভেন্দুবাবু জানেন বাংলায় জেতার সম্ভাবনা নেই। তাই তিনি সন্দেশখালি জেতার আশা করছেন।’ বসিরহাট লোক সভা কেন্দ্রের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার বলেন, ‘কী এমন কারণে সন্দেশখালিকে শুভেন্দু অধিকারী বেছে নিলেন। বিজেপির অন্য কোন উদ্দেশ্য আছে যেটা ভালো ঠেকছে না।’ বিজেপি নেতা বিকাশ সিং বলেন, ‘শুভেন্দু অধিকারী কথা দিয়ে ছিলেন সন্দেশখালির মা বোনেদের পাশে থাকবেন। এজন্য তিনি ইচ্ছা প্রকাশ করেন সন্দেশখালিতে এসে ঘর ভাড়া করে থাকার।’ ওই বিজেপি নেতার কথায়, ‘সন্দেশখালিতে গন্ডগোল তো শুভেন্দু অধিকারী এসে করেন নি। বরং তাঁকে সন্দেশখালির মানুষ স্বতস্ফুর্ত ভাবে বরণ করে নিয়েছেন। তিনি মাঝে মধ্যে এসে থাকবেন দল সেই ব্যবস্থা করেছে।’ তবে শুভেন্দু অধিকারী সন্দেশখালিতে এসে থাকার খবরে বিজেপি কর্মী সমর্থকেদের মধ্যে প্রবল উৎসাহ দেখা গেছে। শুভেন্দুর মত নেতা যদি বসিরহাট কেন্দ্রের নির্বাচনের হাল ধরে তাহলে বিজেপি ভালো ফল করবে। এতে কর্মীদের মনোবল বাড়বে। বিজেপির দাবি সন্দেশখালিতে তৃণমূল একেবারে কোনঠাসা। এখানে মাটি ছাড়লে আবার তারা স্বরূপ ধারণ করবে।
❤ Support Us