- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ৭, ২০২৩
উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর কর্মসূচির পাল্টা কর্মসূচি ঘোষণা শুভেন্দুর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন। ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের পুত্রের বিবাহ অনুষ্ঠানের পাশাপাশি ছ’দিনের উত্তরবঙ্গ সফরে একাধিক কর্মসূচি রয়েছে মমতার। আর এসবের মধ্যে পাল্টা কর্মসূচি ঘোষণা করল বঙ্গ বিজেপি। আগামী ১২ ডিসেম্বর শিলিগুড়িতে পাল্টা কর্মসূচি নিয়েছে বিজেপি। বৃহস্পতিবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন “আমরা মুখোশ খুলব ওখানে গিয়ে। আমাদের কোনও ওপেন মাঠ দেওয়া হয়নি। তাই ইনডোর কনভেনশনের ব্যবস্থা করা হয়েছে। এই আলোচনা সভার নাম দেওয়া হয়েছে উত্তর উত্তরণের খোঁজে।”
আগামী ১২ ডিসেম্বর উত্তরবঙ্গে বিজেপির ওই কর্মসূচিতে বক্তা হিসেবে থাকবেন, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়া শঙ্কর ঘোষ, অশোক লাহিড়ি, দীপক বর্মণ, মনোজ টিগ্গা, বিষ্ণুপ্রসাদ শর্মা, নীরজ জিম্বা-সহ উত্তরবঙ্গের একাধিক বিজেপি বিধায়কের থাকার কথা রয়েছে ওই অনুষ্ঠানে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খেলা বন্ধ করে, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্
বিরোধী দলনেতা বলেন, “এই কনভেনশনের জন্য আগে থেকে ফেসবুক লাইভের লিঙ্ক দেওয়া থাকবে। উত্তরবঙ্গের প্রতিটি প্রান্ত থেকে মানুষ যাতে আমাদের বক্তব্য শুনতে পান, সেই ব্যবস্থা আমরা করব। আমরা সেদিন তুলে ধরব উত্তরবঙ্গের বঞ্চনার কথা। আমরা মুখোশ খুলব এই সরকারের।”
সামনেই ২০২৪-এর লোকসভা নির্বাচন। তার আগেই উত্তরবঙ্গের ভোটব্যাঙ্কের দিকে নজর দিতে শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলগুলিই। বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পারিবারিক অনুষ্ঠানের পাশাপাশি বেশ কিছু প্রশাসনিক কর্মসূচিও রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মকাইবাড়ি চা বাগানে জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এই সফরেই উত্তরবঙ্গে পরচা বিলি করার অনুষ্ঠান আছে মুখ্যমন্ত্রীর। তাই এই অবস্থায় বিজেপি প্রচারের দৌড়ে উত্তরবঙ্গে পিছিয়ে থাকতে চাইছে না। তাই লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের “বঞ্চনা”-র ইস্যুতে এবার পাল্টা কর্মসূচির কথা জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠান থেকেই মমতার মুখোশ খুলে দেওয়ার হুঙ্কার দিলেন শুভেন্দু।
❤ Support Us