- দে । শ
- আগস্ট ৩০, ২০২৩
প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশ জুড়ে সেবা-পক্ষ পালন, নয়া পরিকল্পনা গেরুয়া শিবিরের

আগামী মাসের ১৭ সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রতি বছরই তাঁর জন্মদিনকে কেন্দ্র করে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করে বিজেপি। এবারও নরেন্দ্র মোদির ৭৩ তম জন্মদিন উপলক্ষ্যে বিজেপি আয়োজন করছে সেবা-পক্ষ-র। দেশ জুড়ে এই সময় ১৬ দিন ধরে বেশকিছু সেবামূলক কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ থেকে শুরু করে গান্ধিজয়ন্তী অর্থাৎ ২ অক্টোবর পর্যন্ত চলবে এই সেবা-পক্ষ।
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ, বিনোদ তাওড়ে, সুনীল বনসল, সঞ্জয় বান্দি এবং কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতে একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বৈঠকে ‘মেরি মাটি মেরা দেশ’ এবং দলের ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে।
গত বছরও,২০২২-এও বিজেপি ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে ২ অক্টোবর পর্যন্ত সেবা-পক্ষের আয়োজন করেছিল। এই কর্মসূচির অধীনে বিজেপি জেলা পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর প্রদর্শনী আয়োজন করে। এছাড়াও, বিজেপির তরফে দীনদয়াল উপাধ্যায়ের জয়ন্তী, ২৫ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর লাল বাহাদুর শাস্ত্রী জয়ন্তীও এই সেবা-পক্ষের অধীনেই পালিত হয়।
❤ Support Us