Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৩, ২০২৩

কর্মক্ষেত্রে মেয়েদের ফেরানোর দাবিকে এবার সমর্থন আমেরিকার

আরম্ভ ওয়েব ডেস্ক
কর্মক্ষেত্রে মেয়েদের ফেরানোর দাবিকে এবার সমর্থন আমেরিকার

এনজিওতে কর্মরত মহিলাদের ফেরত পাঠাতে আহ্বান জানালেন অ্যাণ্টনি ব্লিংকেন। মহিলাদের বাইরে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারিকে বিপজ্জনক রূপে চিহিত করলেন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব।

বুধবার, এক টুইট মারফত তিনি আফগানিস্তানের মেয়েদের কর্মক্ষেত্রে ফেরানোর ব্যাপারে তালিবান সরকারের কাছে আবেদন রাখেন। যত শীঘ্র সম্ভব মেয়েদের কর্মস্থলে গিয়ে কাজে যোগ দেওয়ার ওপর তিনি জোর দেন। কারণ আফগানিস্থানে বহু আন্তর্জাতিক ও জাতীয় এন জিও রয়েছে যারা মানুষের স্বার্থে কাজ করে চলেছে , তাদের কষ্ট লাঘবের চেষ্টা করছে। মেয়েদের সেখানে না ফেরালে সেই কাজ ব্যাহত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। উল্লেখ্য, গত শনিবারই আফগান সরকার স্থানীয় ও আন্তর্জাতিক এন জিওতে মেয়েদের আসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

প্রসঙ্গত, দুদিন আগে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ এব্যাপারে তাদের উদ্বেগের কথা জানিয়েছিল। তাদের প্রেস বিবৃতিতে তারা জানিয়েছিল মেয়েদের বাইরে কাজ করবার ওপর নিষেধাজ্ঞা সরাসরি দেশের মানব কল্যাণ মূলক কাজগুলোকে প্রভাবিত করবে। পাশাপাশি পরিষদ যেসমস্ত চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সাহায্য প্রেরণ করে তাও ব্যাহত হবে। জাতিপুঞ্জ আন্তর্জাতিক মহলকে দেওয়া তালিবানদের পূর্ব প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে তাদের এই পদক্ষেপকে সরাসরি দ্বিচারিতা বলে মন্তব্য করেছে।

একই সাথে  মেয়েদের শিক্ষা নিয়েও চিন্তিত নিরাপত্তা পরিষদ। যেভাবে তালিবান ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের জন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ করে দিয়েছে তা নিয়ে উদ্বিগ্ন তারা।  ইতিমধ্যেই  তারা এই সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন রেখেছেন । এদিন ব্লিংকেনের টুইটেও সেই দুশ্চিন্তার ছাপই স্পষ্ট। উন্নত রাষ্ট্রগুলোর আফগান মেয়েদের শিক্ষা ও কাজের স্বাধীনতা নিয়ে উদ্বেগ ও সরকারের সমালোচনা আন্তর্জাতিক পরিস্থিতিতে কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। আবেদন আলাপ আলোচনায় এই সমস্যা কতটা মিটবে তা নিয়ে অবশ্য আশাবাদী নন বিশেষজ্ঞ মহলের অনেকেই।

 

 


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!