- দে । শ
- নভেম্বর ২৫, ২০২৪
হাসপাতালে ব্ল্যাড ব্যাঙ্কে রক্তসংকট, কালনায় রক্ত দিলেন সুপার

রক্ত সঙ্কট তীব্র কালনা মহকুমা হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্কে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামলেন খোদ সুপার চন্দ্রশেখর মাইতি ও সহকারী সুপার গৌতম বিশ্বাস। শুধু রক্তদান শিবিরের আয়োজন করাই নয়। নিজেরাও রক্ত দিলেন। তাঁদের দেখে অনুপ্রাণিত হয়ে রক্ত দিলেন স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মলয় মণ্ডল থেকে শুরু করে একঝাঁক নার্স, ডাক্তার ও স্বাস্থ্যকর্মী। রক্তদাতাদের উৎসাহ দিতে হাজির হন হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, আইসি সুজিৎ ভট্টাচার্যরা।
কালনা সুপার স্পেশালিটি ও মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের রোজ গড়ে বিভিন্ন গ্রুপের ২৫ থেকে ৩০ ইউনিট রক্ত প্রয়োজন হয়। সেই চাহিদা মেটাতেই হিমশিম খেতে হচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। রোগী ও তাদের আত্মীয়দের দুর্ভোগ বেড়েই যাচ্ছিল। বেশ কয়েকটি গ্রুপের রক্তের ভাঁড়ার একেবারে শূন্য হয়ে পড়ে। এদিন হাসপাতালের ব্লাডব্যাঙ্কে তিনটি পজিটিভ গ্রুপের মাত্র ১২ ইউনিট রক্ত থাকলেও নেগেটিভ গ্রুপের কোনও রক্তই ছিল না। শিবিরে সবমিলিয়ে ৫১ জন রক্তদান করলেন। হাসপাতালের সুপার চন্দ্রশেখর মাইতি জানান, ‘এলাকায় বেশ কিছুদিন কোনও রক্তদান শিবির হয়নি। তাই রক্তসংকট দেখা দিয়েছে। সংকট মেটাতে আমরাই শিবির করলাম। পুলিশও সাহায্য করেছে।’ রক্তসংকট মেটাতে আরও কয়েকটি উদ্যোগ নেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রের খবর।
❤ Support Us