Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১৬, ২০২৪

জিরিবামের জিরিমুখে নদীতে দুই শিশু সহ এক মহিলার দেহ

আরম্ভ ওয়েব ডেস্ক
জিরিবামের জিরিমুখে নদীতে দুই শিশু সহ এক মহিলার দেহ

শুক্রবার মণিপুরের জিরিবামের জিরিমুখে বরাক নদীতে এক মহিলাসহ ৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বাকি দুজন শিশু। আশঙ্কা করা হচ্ছে এই মৃতদেহগুলি বাস্তুচ্যুত শিবিরে আশ্রয় নেওয়া যে ৬ জন নিখোঁজ হয়েছিল, তাদের মধ্যে ৩ জন রয়েছে। যাদের ১১ নভেম্বর ১০ জন হামার জঙ্গী অপহরন করেছিল।

পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এলাকার বাসিন্দারা মৃতদেহগুলি প্রথমে নদীতে দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পার্শ্ববর্তী দক্ষিণ আসামের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশের ওই শীর্ষকর্তা বলেন, ‘‌উদ্ধার হাওয়া তিনটি মৃতদেহ পাঁচ দিন ধরে নিখোঁজ হওয়া তিন মহিলা ও শিশুদের কিনা, এখনই তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। ময়নাতদন্ত ও শনাক্তকরণের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’‌
১১ নভেম্বর হামার জঙ্গীদের হামলার সময় যারা নিখোঁজ হয়েছিলেন, তাদের মধ্যে রয়েছে একজন ২৫ বছর বয়সী মহিলা ও তার ৮ মাস বয়সী মেয়ে এবং দুই বছরের ছেলে, ৩১ বছর বয়সী অন্য এক মহিলা এবং তাঁর ৮ বছরের মেয়ে এবং একজন ৬০ বছর বয়সী মহিলা। মনিপুর পুলিশ জানিয়েছে যে, ৬ জন নিখোঁজ হওয়া ব্যক্তিকে খুঁজে বার করার জন্য বিভিন্ন দল অভিযান করছে। এই অভিযান তত্ত্বাবধান ও সমন্বয়ের জন্য দুজন সিনিয়র অফিসার নিযুক্ত রয়েছেন।

এরই মধ্যে জিজিবাম থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর সাগাপাম ইবোতোম্বি সিং পরিবারের অনিবার্য পরিস্থিতি এবং অন্যান্য কারণ উল্লেখ করে ডিজিপি–র কাছে তাঁর পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তাঁকে সঙ্গে সঙ্গে বদলি করা হয়েছে বলে একটি সূত্র থেকে জানা গেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!