- দে । শ
- নভেম্বর ২৫, ২০২৩
মিড ডে মিলে কারচুপি তদন্তে সিবিআই, বিস্ফোরক দাবি শুভেন্দুর । দুর্নীতি নয়, সাশ্রয় হয়েছে প্রকল্পে, পাল্টা দাবি ব্রাত্যর
রাজ্যে শিক্ষক নিয়োগ, পুরনিয়োগ, রেশন দুর্নীতি মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার মিড ডে মিলেও কারচুপির অভিযোগে তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এমনই বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারীর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সিবিআই তদন্তের সুপারিশ করেছেন বলে এক্স হ্যান্ডেলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দুর দাবির কড়া সমালোচনা করেছে তৃণমূল। শুভেন্দুর এই ঘোষণার পর কড়া জবাব দিয়েছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।
শুভেন্দু অধিকারী শুক্রবার কৃষ্ণনগরে গিয়েছিলেন দলীয় কর্মসূচিতে। সেই মঞ্চ থেকে মিড ডে মিলের দুর্নীতি প্রসঙ্গে সরব হন তিনি। বলেন, “মিড ডে মিলে সিবিআই হয়ে গিয়েছে। আমি এক বছর লেগেছিলাম। এবার বিডিও-ডিএমরা কোথায় যাবেন?” এর পরই নিজের এক্স হ্যান্ডলে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু লেখেন, “আমরা যে কোনও প্রকল্পে যে কোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। তবে এজেন্সি পলিটিক্স লজ্জার।”
I am elated to know that the @CBIHeadquarters has been requested by the Union Ministry of Education to make a detailed inquiry to ascertain the misappropriation, misuse and diversion of PM POSHAN funds for purposes other than the objectives of the scheme, in WB.
My perseverant… pic.twitter.com/LSowMBNDnF
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 24, 2023
২০০৮ সালে চালু হয়েছিল পিএম পোষণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় সরকারি বা সরকারি পৃষ্ঠপোষকতায় চলে একাধিক স্কুল। ওই স্কুলগুলিতে পাঠরত প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের রান্না করা খাবার দেওয়া হয়। তা নিয়েই এখন শাসক-বিরোধী তরজা চূড়ান্ত পর্যায় পৌঁছল।
রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু তাঁর এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারীর অভিযোগের উত্তরে লিখেছেন, “১৩ তম জেআরএমের একমাত্র প্রতিনিধির রিপোর্ট খুব তাড়াহুড়ো করে জমা দেওয়া হয়েছিল। যেখানে ১০০ কোটির ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। যৌথ পর্যালোচনা মিশন বা জেআরএম-কে কেন্দ্রীয় প্রতিনিধিদের দেওয়া রিপোর্টে ১০০ কোটি টাকা গরমিলের উল্লেখ করা হয়েছে। সেখানে সই নেই রাজ্যের প্রতিনিধির। দুর্নীতি নয়, সাশ্রয় হয়েছে ওই প্রকল্পে। ১৮.৮ কোটি টাকা সাশ্রয় করেছে রাজ্য সরকার।”
এদিকে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, “পিএম পোষণ তহবিলের টাকা থেকে বগটুই-এর আগুন দিয়ে ১০ জনকে পুড়িয়ে মারার পরিবারের সদস্যের হাতে চেক দিয়েছে রাজ্য সরকার।” তবে রাজ্যের তরফে শুভেন্দু অধিকারীর করা সব অভিযোগ ভিত্তিহীন বলে জানান হয়েছে।
❤ Support Us