Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ১৮, ২০২৩

‌কুস্তি সংস্থার নির্বাচনের ওপর স্থগিতাদেশ খারিজ, আগাম জামিন ব্রিজ ভূষণের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌কুস্তি সংস্থার নির্বাচনের ওপর স্থগিতাদেশ খারিজ, আগাম জামিন ব্রিজ ভূষণের

ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন ঘিরে জটিলতা তৈরি হয়েছিল। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে জটিলতা কেটে গেল। গুয়াহাটি হাইকোর্ট ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচনের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিল। সুপ্রিম কোর্ট মঙ্গলবার সেই স্থগিতাদেশ খারিজ করে দিয়েছেল। পাশাপাশি এদিন যৌন হেনস্তা মামলায় জামিন পেয়েছেন ব্রিজ ভূষণ।

১১ জুলাই জাতীয় কুস্তি সংস্থার নির্বাচন হওয়ার কথা ছিল। এই নির্বাচনে ৫টি সংস্থার ভোটাধিকার ছিল না। এই ৫ সংস্থার মধ্যে ছিল আসাম কুস্তি সংস্থাও। ভোট দেওয়ার অধিকার না থাকায় আদালতের দ্বারস্থ হয়েছিল আসাম কুস্তি সংস্থা। তারা দাবি করেছিল, দীর্ঘদিন ধরে ভোটাধিকার চাওয়া সত্ত্বেও দেওয়া হয়নি। ভোটাধিকারের দাবিতে আদালতের দ্বারস্থ হয় আসাম কুস্তি সংস্থা। মামলার শুনানিতে ২৫ জুন গুয়াহাটি হাইকোর্ট নির্বাচনের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিল।

গুয়াহাটি হাইকোর্টের এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অন্ধ্রপ্রদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশন। সেই মামলার শুনানিতে বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি এস ভি ভাট্টির ডিভিশন বেঞ্চ গুয়াহাটি হাইকোর্টের স্থগিতাদেশ খারিজ করে দিয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক, জাতীয় কুস্তি ফেডারেশন, আসাম এবং অন্ধ্রপ্রদেশ কুস্তি সংস্থাসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশও পাঠানো হয়েছে। গুয়াহাটি হাইকোর্টের স্থগিতাদেশের নির্দেশ খারিজ হয়ে যাওয়ায় ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন নিয়ে আর জটিলতা রইল না।

একই সঙ্গে এদিন স্বস্তিও পেয়েছেন ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং। কুস্তিগিরদের যৌন হেনস্তা মামলায় আগাম জামিন পেলেন। আপাতত দু’‌দিনের জন্য তিনি জামিন পেয়েছেন। আগামী ২০ জুলাই আবার এই মামলার শুনানি হবে। ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে দিল্লির আদালত ব্রিজ ভূষণকে জামিন দিয়েছে। ফেডারেশনের প্রাক্তন সহসচিব বিনোদ তোমরও জামিন পেয়েছেন।

মঙ্গলবার ব্রিজ ভূষণকে দুপুর ২.‌৩০ নাগাদ হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল দিল্লির আদালত। নির্দিষ্ট সময়েই তিনি আদালতে পৌঁছে যান। শুনানির শুরুতেই ব্রিজ ভূষণের জামিনের আবেদন করেন আইনজীবীরা। দিল্লি পুলিশ জামিনের বিরোধিতা করেনি। তবে এই মুহূর্তে দিল্লি ছেড়ে কোথাও যেতে পারবেন না ব্রিজ ভূষণ।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!