Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • সেপ্টেম্বর ৮, ২০২৩

ধূপগুড়িতে এগিয়ে থাকলেও উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, কেরলে পিছিয়ে বিজেপি । উপনির্বাচনের ফলে কি বিরোধী জোট ভবিষ্যতের আভাস

ধূপগুড়িতে এগিয়ে থাকলেও উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, কেরলে পিছিয়ে বিজেপি । উপনির্বাচনের ফলে কি বিরোধী জোট ভবিষ্যতের আভাস

৬ রাজ্যের সাতটি বিধানসভা আসনে উপনির্বাচন হয় ৫ অগাস্ট। এই সাতটি বিধানসভা হল – বাগেশ্বর, ঘোসি, পুথুপ্পল্লী, ধুপগুড়ি, ডুমরি, বক্সানগর এবং ধনপুর। এই পাঁচটি বিধানসভার উপনির্বাচনের ফল আজ প্রকাশিত হবে। গণনা চলছে। ধূপগুড়িতে এগিয়ে আছে বিজেপি প্রার্থী তাপসী রায়। প্রথম রাউন্ডের গণনা শেষে এগিয়ে বিজেপি, দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। বিজেপি ও তৃণমূলের চাইতে অনেক ভোটে পিছিয়ে রয়েছে বামেরা। ধূপগুড়ির ফলাফলের এই গতিপ্রকৃতি দেখে ধূপগুড়ির বিজেপি কর্মীসমর্থকদের মধ্যে উচ্ছাস শুরু হয়েছে।
এই বিধানসভা উপনির্বাচন ইন্ডিয়া জোটের অ্যাসিড টেস্ট। এই উপনির্বাচনের ফল বলে দেবে আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ। তবে উত্তরপ্রদেশ,উত্তরাখন্ড, কেরলে পিছিয়ে বিজেপি।

এখনও পর্যন্ত সার্বিকভাবে যে ফল এসেছে তাতে জানা যাচ্ছে —

ত্রিপুরার বক্সানগর আসনে ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) প্রার্থী মিজান হোসেনের চেয়ে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন।

প্রাথমিক প্রবণতা থেকে দেখা যাচ্ছে উত্তরাখণ্ডের বাগেশ্বরে উপনির্বাচনে বিজেপির প্রার্থী কংগ্রেসের প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছে।

উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির (এসপি) সুধাকর সিং উত্তরপ্রদেশের ঘোসিতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রার্থী দারা সিং চৌহানের চেয়ে প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন।

কেরলের পুথুপ্পল্লী উপনির্বাচনে কংগ্রেসের চান্ডি ওমেন প্রথম রাউন্ডের গণনা শেষে সিপিএম প্রার্থী জ্যাক সি থমাসের চেয়ে 2816 ভোটে এগিয়ে রয়েছেন। তৃতীয় স্থানে বিজেপি প্রার্থী লিগিন লাল।

ধূপগুড়িতে প্রথম রাউন্ডের গণনা শেষে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তাপসী রায়। দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল এবং এই দুই দলের প্রার্থীদের চাইতে অনেকটাই পিছিয়ে সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়।

ত্রিপুরার ধানপুর বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) নেতা মানিক সরকার ১৯৯৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা পাঁচবার। বিজেপি নেতা প্রতিমা ভৌমিক ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সিপিআই (এম) এর কৌশিক চন্দকে ৩৫০০ ভোটের ব্যবধানে পরাজিত করে আসনটি জিতেছিলেন। প্রতিমা ভৌমিক তার লোকসভা আসনটি ধরে রাখার সিদ্ধান্ত নেওয়ার পরে উপনির্বাচনের প্রয়োজন হয়। সিপিআই (এম) এর কৌশিক চন্দ আবার ময়দানে এখানে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!